কবে আসবে
গ্লানিহীন পিপাসা
দ্বন্দ দ্বিধাহীন ,
হদিস বিহীন
যাতাকল এ ঠাসা ;
বানভাসি মনের কোনে
একচিলতে আশা।
চোখের পাতায়ে তুলসী
অফুরান রোদ্দুরো অন্ধকারের আস্তরণে মোড়া ;
মায়াকাজল ধুয়ে গেছে
উলঙ্গ মন
জীবনের রঙ্গমঞ্চ
পর্দা পড়ে গেল ;
মৃত্যুকে ভালোবেসে হাত ধরলাম
যে হাত ছেড়ে
সুখের সাগরে ভেসেছিলে।
ফাঁকির ঘর প্রহরীহীন
নাছোরবান্দা শব্দের কোন্দল
আবর্জনা সম স্মৃতির পুটুলি ,
ক্ষই ছড়াবে
হরিবোল ধ্বনি ছড়িয়ে
রাস্তা পেরোবে।
কত পরিচিত পথ
শেষ যাত্রায় সব অচেনা অজানা
মোহ মায়া হীন ,হবো বিলীন।
গ্লানিহীন পিপাসা
দ্বন্দ দ্বিধাহীন ,
হদিস বিহীন
যাতাকল এ ঠাসা ;
বানভাসি মনের কোনে
একচিলতে আশা।
চোখের পাতায়ে তুলসী
অফুরান রোদ্দুরো অন্ধকারের আস্তরণে মোড়া ;

উলঙ্গ মন
জীবনের রঙ্গমঞ্চ
পর্দা পড়ে গেল ;
মৃত্যুকে ভালোবেসে হাত ধরলাম
যে হাত ছেড়ে
সুখের সাগরে ভেসেছিলে।
ফাঁকির ঘর প্রহরীহীন
নাছোরবান্দা শব্দের কোন্দল
আবর্জনা সম স্মৃতির পুটুলি ,
ক্ষই ছড়াবে
হরিবোল ধ্বনি ছড়িয়ে

কত পরিচিত পথ
শেষ যাত্রায় সব অচেনা অজানা
মোহ মায়া হীন ,হবো বিলীন।