ছত্তিরিশ বছর পর
ভেতরপাড়া থেকে বেড়িয়ে হঠাৎ জানিয়ে দিলো
খুঁজেছিলো এধার ওধার
পিছু নিয়েছিল কখনো
হয়নি বলা কিছুই।
নীরবে হারিয়ে গেছিলো দূরে পাড়ি দিয়ে
আজ হঠাৎ সে হিসেব চাইলো
করলো হতবাক।
মাঝে মাঝে অল্প কিছু কথাও সমস্ত বরফ গলিয়ে দিতে পারে
দুটো শব্দ ঝড় বইয়ে হৃদয়ে তোলপাড় করে দিতে পারে
অনুভূতির দরজাতে কড়া নেড়ে মূর্ছনা ছড়িয়ে দিতে পারে।
আমার ভাগের আদর গুলো?
কার ভাগে গেলো ?
নাকি অক্ষত রেখেছো হৃদয়ের গোপন সিন্দুকে ?
অযথা দুষছো মোরে
সম্পর্কের মৃতদেহের ময়না তদন্ত বিতর্কে ভরে যাবে
অতীতের স্তব্ধতার অঙ্ক ;
স্তব্ধতার উপলদ্ধির ওড়না যখন গেলো খুলে
জখম গুলো ভরে নাও এবার।
ঋজুতায়, জড়তায় কেন আর।
নিষেধের নামাবলির পর্দা সরাও
ত্রাস কেন অনুভবে অনুভতিতে ;
অশেষের আশীষ হতেই পারো বিস্মৃতি থেকে স্মৃতির মুকুল দিয়ে ,
অন্তরপল্লিতে ঘর বেঁধে
উপুড়ঝুপুর করতেই পারো।
পাণ্ডিত্য দিয়ে প্রেম হয়না।
আমার হৃদমাঝারে খোলা জানালাতে উঁকি দিলে
আধপোড়া সুখ আর বিষাদময় অতীতের আর্তনাদ ও ক্ষতর
পাবে অনুপম মলমের বিপুল ভান্ডার।
এসো আশীষ নির্দ্বিধায়
সব দ্বন্দ পেড়িয়ে
মনের শিকলের কুটিল হাসি অবজ্ঞা করে
বীরদর্পে দেবাশীষ নিয়ে।
শীতল হওয়ার উৎস হয়ে।
অবাধ্য হরিণীকে চাক্ষুষ কর,ভীরু নয় রিঙ্কু।
(প্রজ্ঞা পারমিতা ভাওয়াল )
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited
(### 5th April 2017)
ভেতরপাড়া থেকে বেড়িয়ে হঠাৎ জানিয়ে দিলো
খুঁজেছিলো এধার ওধার
পিছু নিয়েছিল কখনো
হয়নি বলা কিছুই।
নীরবে হারিয়ে গেছিলো দূরে পাড়ি দিয়ে
আজ হঠাৎ সে হিসেব চাইলো
করলো হতবাক।
মাঝে মাঝে অল্প কিছু কথাও সমস্ত বরফ গলিয়ে দিতে পারে
দুটো শব্দ ঝড় বইয়ে হৃদয়ে তোলপাড় করে দিতে পারে
অনুভূতির দরজাতে কড়া নেড়ে মূর্ছনা ছড়িয়ে দিতে পারে।
আমার ভাগের আদর গুলো?
কার ভাগে গেলো ?
নাকি অক্ষত রেখেছো হৃদয়ের গোপন সিন্দুকে ?
অযথা দুষছো মোরে
সম্পর্কের মৃতদেহের ময়না তদন্ত বিতর্কে ভরে যাবে
অতীতের স্তব্ধতার অঙ্ক ;
স্তব্ধতার উপলদ্ধির ওড়না যখন গেলো খুলে
জখম গুলো ভরে নাও এবার।
ঋজুতায়, জড়তায় কেন আর।
নিষেধের নামাবলির পর্দা সরাও
ত্রাস কেন অনুভবে অনুভতিতে ;
অশেষের আশীষ হতেই পারো বিস্মৃতি থেকে স্মৃতির মুকুল দিয়ে ,
অন্তরপল্লিতে ঘর বেঁধে
উপুড়ঝুপুর করতেই পারো।
পাণ্ডিত্য দিয়ে প্রেম হয়না।
আমার হৃদমাঝারে খোলা জানালাতে উঁকি দিলে
আধপোড়া সুখ আর বিষাদময় অতীতের আর্তনাদ ও ক্ষতর
পাবে অনুপম মলমের বিপুল ভান্ডার।
এসো আশীষ নির্দ্বিধায়
সব দ্বন্দ পেড়িয়ে
মনের শিকলের কুটিল হাসি অবজ্ঞা করে
বীরদর্পে দেবাশীষ নিয়ে।
শীতল হওয়ার উৎস হয়ে।
অবাধ্য হরিণীকে চাক্ষুষ কর,ভীরু নয় রিঙ্কু।
(প্রজ্ঞা পারমিতা ভাওয়াল )
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited
(### 5th April 2017)