
মানবে কেন কালের বিভাজন?বিরোধ করবে আশ্বিন
অভদ্র হবেই ভাদ্র ,
কার্তিক অগ্রহায়ণ গুনছে প্রমদ।
পৌষ বলে পার্বনের আর নেই প্রয়োজন
মাঘ বলে শীত কে করবোনা বরণ।
ফাল্গুনী রঙ পাবে কোথা ,যদি এমন হয় ধারা ?
চৈত্র ভাবে আন্দোলনে কি কিছু হয় ?সব গোলমেলে করেধ্বংসের দিকে যায় এগিয়ে ।

