
কিন্তু একা নই।
অবসরে রান্না বাটি খেলি ;
ছোট্ট ছোট্ট হাড়ি কড়া ঘটি বাটি।
দুঃখ বেদনা যন্ত্রনার সাথে
অশ্রু ধারা দিয়ে জীবন বোধের রান্নাঘরে
রান্না বাটি খেলি আনন্দে।
কি অপরিসীম আমার
ছোট্ট ছোট্ট হাতা খুন্তি থালা চামচ ,
সবাই নড়ে চড়ে
পূর্ণ করে অমৃতের ভান্ডার ,
আমার সুখের চাবি কাঠি ওই হাল ফ্যাশনের রান্নাঘরে।
(পারমিতা প্রজ্ঞা )
11th Oct 2015