
তোকে ছুঁতেই কোমলতা ,স্পর্শের কী আবেদন।
মনের সাথে মনের মেলান্তি খেলি চল।
কাঁটার লাগি গোলাপ আদানপ্রদানে যে রক্ত
সেটাও ছিল লাল টুকটুকে।
মনের সাথে মনের মেলান্তি হলোনা কেন?

ওষ্ঠে ওষ্ঠ মিলেছিল ,
বাহুডোর,নগ্ন দেহ মিলেমিশে একাকার
হৃদয়ে হৃদয়ে মেলান্তি হলোনা কেন???
মুঠো কী ছিল শক্ত
মূর্ছা গেলো পাপড়ি ,
শুকিয়ে গেলো আবেগ।
হৃদি মাঝারে সোহাগের মিলন হলোনা কেনো?
ফাগুনের আগুন কী নিভে যায় বর্ষায় ?
শিমূল পলাশ যেমন যায় হারিয়ে !
ফিকে হয় অনুভব
ডানা মেলে উড়ে যায় অনুভূতি,
ঋতু পরিবর্তনে মিলান্তির গড়মিল।
আগুন রাঙ্গা সব
অন্য খেলায় মশগুল
মিলান্তির নয় ,আমিলান্তি খেলি চল।