বিশ্বাসের নৌকো যখন যখন ডুবলো
ফাঁকি দিতে শিখে নিলো মন।
নিজের সাথেই গোল্লাছুট
নিজের সাথেই বোঝাপড়া ,
বিস্মৃত আত্মজীঘাংসা ,
নবজন্মদিন পালনের উৎসবে মাতোয়ারা।
ধুপ ধুনোর গন্ধ তখন ব্যর্থ মনোরথ
কাঁচের গ্লাসে সুরা , সবটুকুই সুধা ;
হেমন্তের পড়ন্ত বিকেলে নিজের সাথে নিজের উল্লাশ।
ঠোঁট বাঁচে বিষাক্ত চুম্বন থেকে শীতল কাঁচের গ্লাসের স্পর্শে।
বরফ গোলে যায় এলকোহলের বুকে,
আত্মহারা একরাশ মধুর সুখে।
ফাঁকি দিতে শিখে নিলো মন।
নিজের সাথেই গোল্লাছুট
নিজের সাথেই বোঝাপড়া ,
বিস্মৃত আত্মজীঘাংসা ,
নবজন্মদিন পালনের উৎসবে মাতোয়ারা।
ধুপ ধুনোর গন্ধ তখন ব্যর্থ মনোরথ
কাঁচের গ্লাসে সুরা , সবটুকুই সুধা ;
হেমন্তের পড়ন্ত বিকেলে নিজের সাথে নিজের উল্লাশ।
ঠোঁট বাঁচে বিষাক্ত চুম্বন থেকে শীতল কাঁচের গ্লাসের স্পর্শে।
বরফ গোলে যায় এলকোহলের বুকে,
আত্মহারা একরাশ মধুর সুখে।