
না গাঁথা অক্ষরের ঝুরি
পপকর্ন এর মতো টগবগিয়ে ওঠে
সময়ে অসময়ে , আবার মিলিয়ে যায়
অগোছালো মনের জোয়ারে।
তুমি আমি মিলেমিশে একাকার
ফুড়ুৎ করে উড়ে যাওয়া তো যেতেই পারে
কবিতা ঝরুক টুপ্ টাপ
মনটা হোক খোলা আকাশ।
মৌনতা বড্ডো কঠিন
চুরমার করে দিতে পারে ভালোবাসার নরম মনটাকেও ;
বের করে দিতে পারে রাজা কে রাজকোষ থেকে
আউলা বাউল করে দিতে পারে ঘোর সংসারীকে ।
দিলখোলা লাগামছাড়া তুফানী মনটা বুদবুদ এর মতো স্বাদ নিতে চায়ে
তোমার আমার ভালোবাসা তে শাণ দিতে গিয়ে
অভিমানের অতল সাগরে ডুবুরিহই
হৃদয়ের কারসাজি আর কারচুপীতে
অজানা থাকে অনেক কিছুই।