১৬ জুন ২০১৭
বর্ষাকালীন চুম্বন
পরকীয়াতে মগ্ন মধ্যবয়স্ক প্রেমিক প্রেমিকার
বর্ষাকালীন চুম্বন মাঝপথে আটকে গেল সুবিধে-অসুবিধে বোধে বন্দি,
ঝড়ের আভাষে নিষেধের নামাবলি;হুতাশে মন উচাটন-
এক স্তব্ধ উপলব্ধি;
গোপন খামে সাজানো অক্ষর কবিতা হয়ে ওঠে।
বোটানিক্যাল গার্ডেনের পাতারা দোল খায়।
সেই বৃদ্ধ বৃক্ষ
সুমধুর, দুর্বোধ্য, গড়ন, পতন, আলিঙ্গনের, চুম্বনের, প্রেম অপ্রেমের সাক্ষী। ঘরেতে আগল, হৃদয়ে শিকল , কুটিল জটিল হাসি জ্যোৎস্না বিধ্বস্ত জীবন।
জীবন্ত লাশ,ম্লান মুখে দীর্ঘকায় স্বপ্ন;
যেদিন তাদের শান্ত অনুভুতি, উপলব্ধির ঋজুতায়
প্রেমহীন বুকের শিখা থরথর কাঁপা থেকে ত্রাস হীন স্থির।
আঙুলে আঙুলে কোলাকুলিতে
পরকীয়া প্রাণ পেলো ...
বোটানিক্যাল গার্ডেনের পাতারা দোল খেলো ।
( প্রজ্ঞা পারমিতা ভাওয়াল )
বর্ষাকালীন চুম্বন
পরকীয়াতে মগ্ন মধ্যবয়স্ক প্রেমিক প্রেমিকার
বর্ষাকালীন চুম্বন মাঝপথে আটকে গেল সুবিধে-অসুবিধে বোধে বন্দি,
ঝড়ের আভাষে নিষেধের নামাবলি;হুতাশে মন উচাটন-
এক স্তব্ধ উপলব্ধি;
গোপন খামে সাজানো অক্ষর কবিতা হয়ে ওঠে।
বোটানিক্যাল গার্ডেনের পাতারা দোল খায়।
সেই বৃদ্ধ বৃক্ষ
সুমধুর, দুর্বোধ্য, গড়ন, পতন, আলিঙ্গনের, চুম্বনের, প্রেম অপ্রেমের সাক্ষী। ঘরেতে আগল, হৃদয়ে শিকল , কুটিল জটিল হাসি জ্যোৎস্না বিধ্বস্ত জীবন।
জীবন্ত লাশ,ম্লান মুখে দীর্ঘকায় স্বপ্ন;
যেদিন তাদের শান্ত অনুভুতি, উপলব্ধির ঋজুতায়
প্রেমহীন বুকের শিখা থরথর কাঁপা থেকে ত্রাস হীন স্থির।
আঙুলে আঙুলে কোলাকুলিতে
হৃদয় সিঁচে প্রেমের, শ্রদ্ধার, বিশ্বাসের ডানায় ভেসে
অতিক্রম করলো সেই জড়তা,পরকীয়া প্রাণ পেলো ...
বোটানিক্যাল গার্ডেনের পাতারা দোল খেলো ।
( প্রজ্ঞা পারমিতা ভাওয়াল )
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited