Thursday, March 15, 2018

অসুখ




কেউ কেউ মন খারাপ ভোগে
কেউ আবার বোঝেইনা কিসের মন খারাপ
কেউ কেউ জানতেই পারেনা ,কেন ভালো নেই ;
কেউ আবার মনের কথা জানেই না।
আমার অমর সুখ।
----------------------------------

জং ধরা অতীত 
মরচে রং ধরেছে;
অবসরে  ফিরে আসে যখন তখন
কিছু ভালো লাগা , ভুলতে চাওয়া ;
উঁকি মারে। ------------------------------------------------

আঙুলে আঙুল ,হাতে হাত
মনের আঙিনায় জড়িয়ে রাখা ছিল।
কথাগুলো ব্যাথা হলো
ঝরে পড়লো কিছু অশ্রুকণা হয়ে ,
বাকিরা প্রলাপ হলো।
---------------------------------------------------

কে যে কখন হোচট খায় প্রেমে,কিছু কথা থাকে 
দিশেহারা।
ধুপ ধুনোর আড়ালে
গোপন সব ই  আপন।-------------------------------------------------------

সদাই শংকা , ধর্ষণের আশংকা
এই বুঝি এলো কালবৈশাখী
অকালে বোধন হলো !
অতর্কিতে আক্রমণ , সব বিসর্জন।
পূর্ণতা নাহি পেল প্রাণ।

-------------------------------------------------------------
চিলেকোঠা মার্চ ২০১৮
২৭ ফেব্রুয়ারী ১০১৮© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger