১
কেউ কেউ মন খারাপ ভোগে
কেউ আবার বোঝেইনা কিসের মন খারাপ
কেউ কেউ জানতেই পারেনা ,কেন ভালো নেই ;
কেউ আবার মনের কথা জানেই না।
আমার অমর সুখ।
----------------------------------
২
জং ধরা অতীত
মরচে রং ধরেছে;
অবসরে ফিরে আসে যখন তখন
কিছু ভালো লাগা , ভুলতে চাওয়া ;
উঁকি মারে। ------------------------------------------------
৩
আঙুলে আঙুল ,হাতে হাত
মনের আঙিনায় জড়িয়ে রাখা ছিল।

ঝরে পড়লো কিছু অশ্রুকণা হয়ে ,
বাকিরা প্রলাপ হলো।
---------------------------------------------------
৪
কে যে কখন হোচট খায় প্রেমে,কিছু কথা থাকে
দিশেহারা।
ধুপ ধুনোর আড়ালে
গোপন সব ই আপন।-------------------------------------------------------
৫
সদাই শংকা , ধর্ষণের আশংকা
এই বুঝি এলো কালবৈশাখী
অকালে বোধন হলো !
অতর্কিতে আক্রমণ , সব বিসর্জন।
পূর্ণতা নাহি পেল প্রাণ।
-------------------------------------------------------------
চিলেকোঠা মার্চ ২০১৮
২৭ ফেব্রুয়ারী ১০১৮© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited