আজ হতে কতদিন পর কে জানে , আর থাকবনা যখন এই ধরাতে ;
তখন- এইযে সব আঁকিবুকি , কত ই-মেইল ,কত কিছু ,
জানা অজানা, চেনা অচেনা বন্ধুরা সব , জবাব না পেয়ে পেয়ে রেগে গিয়ে ,
বন্ধ করে দেবে যোগাযোগ! গাল দেবে মনে মনে;
জানতেও পারবেনা কেউ ,যে এতদুরে চলে গিয়ে জবাব যায়েনা দাওয়া !!! ----
আচ্ছা বিদায়ের আগে কী টের পাওয়া যায়? সময় পাওয়া যাবে সবাইকে জানিয়ে যাবার?
সবার সেই সুযোগতো হয়না -তাহলে?
মৃত্যু আলিঙ্গন করলে -তাকেই শুধু জড়িয়ে ধরতে হবে --- অন্য কাউকে সেযে দেবেনা কাছে ঘেষতে .... হিংসুটে কী বড্ড?
সেও কী obsessive possesive compulsive disorder এর আবেশে আবদ্ধ ?
তাহলে কেন এত আশা ? অনেক বন্ধু ,অগুনিত পরিজন,সবার কাছে ভালবাসার দাবী?
আর তারপর ,কাউকে কিছু না জানিয়ে হটাত করে দেয়া পাড়ি ?
তাহলে আগেই কী করে রাখবো সব আয়োজন?
জানিয়ে রাখা এই ভাবে --"শোনো প্রিয় বন্ধুগণ , মোটামুটি আট -দশ দিন যদি নাপাও কোনো খবর জানবে আমি ছেড়েছি এই দেহের ঘর ;কষ্ট পেওনা এক্কেবারে , ঘুরে ফিরে আত্মা মোর আবার আসবে ফিরে , এই পৃথিবীর বুকে ;যদি থাকে মনের টান, ভালবাসার বন্ধন , দেখা হবে আবার কিছু বছর পর ."