তুমুলের করে চাওয়ার পর
ম্লান,মৌন ।
অশেষের আশীষ
অস্তিমিত সূর্যের মতোই ম্রিয়মান।
হারিয়ে যাওয়াকে খুঁজে
অনধিকারের দুয়ার পেড়িয়ে
উজ্জল উচ্ছল উপচে পরা
সোহাগের বিনুনী খুলে
এলোমেলো পরে থাকে এলোচুলে।
মনের অলিগলি পেড়িয়ে
আলিঙ্গনের শামিয়ানা ;
উঁকি মারে চাঁদ আড়ালে।
আলো আঁধারে
রোমান্স ধোঁয়াশা।
দীর্ঘশ্বাসে ভরে যায়
অম্লান সোহাগের নৌকো।
১ অগাস্ট ২০১৭
প্রজ্ঞা পারমিতা ভাওয়াল
ম্লান,মৌন ।
অশেষের আশীষ
অস্তিমিত সূর্যের মতোই ম্রিয়মান।
হারিয়ে যাওয়াকে খুঁজে
অনধিকারের দুয়ার পেড়িয়ে
উজ্জল উচ্ছল উপচে পরা
সোহাগের বিনুনী খুলে
এলোমেলো পরে থাকে এলোচুলে।
মনের অলিগলি পেড়িয়ে
আলিঙ্গনের শামিয়ানা ;
উঁকি মারে চাঁদ আড়ালে।
আলো আঁধারে
রোমান্স ধোঁয়াশা।
দীর্ঘশ্বাসে ভরে যায়
অম্লান সোহাগের নৌকো।
১ অগাস্ট ২০১৭
প্রজ্ঞা পারমিতা ভাওয়াল