মনে জং
মুর্খতার মুখোশ পরি অহরহ,
সভ্য লোকের তীব্র চিত্কারে।
কোলাহলে লুকিয়ে থাকে সব আবেগ ,
কিছু কিছু শূন্য স্থান থাকা জরুরি।
বিষাদ বড় সংক্রামক।
আমিও যাব মিশে ,জীবনের কলরব ছেড়ে,
কবে কোথায় কী ভাবে,অজানা।
আজকাল বড্ডো বাঁচতে ইচ্ছে করে ,একা একাই।
মুর্খতার মুখোশ পরি অহরহ,
সভ্য লোকের তীব্র চিত্কারে।
কোলাহলে লুকিয়ে থাকে সব আবেগ ,
কিছু কিছু শূন্য স্থান থাকা জরুরি।
বিষাদ বড় সংক্রামক।
আমিও যাব মিশে ,জীবনের কলরব ছেড়ে,
কবে কোথায় কী ভাবে,অজানা।
আজকাল বড্ডো বাঁচতে ইচ্ছে করে ,একা একাই।