
বাদিতনাদিত তাই চলনে ;
তবুতো সন্দর্পনে;
পাছে কড়া নাড়া মানুষটি পায়ে সাড়া! ...
প্রথম প্রথম প্রেমিকরা হ্যাংলা ই হয়
ধীরে ধীরে খসে পরে রঙ চুন বালি,
উধাও হয় তখন অন্য সোহাগের লাগি ।
একটি ঝিলে রয়না এক রাজহংসিনী
সেথা করে জলকেলি আরো অনেকেই ।
ঝিলের বিস্তর প্রান্তরে হৃদয় মজে, একের পর একে।
কথাবিতানে নেই মাধুরী
নেই গোঁসা একটুকুনি
সবটাই শেখা জীবন পথে ।
বিরহতে আনন্দের রেশ থাকে বৈকি ।
(প্রজ্ঞা পারমিতা )© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited