একটা বুনো প্রেম
আদিম মাদকাতা সিক্ত ;
অদম্য প্রেমে দেহের নির্যাস ,
অস্থিরমতি নাগ্নতা তে রক্তাক্ত ওষ্ঠ ,
কোণঠাসা করা উন্মাদ নিঃশ্বাস,
শরীর ও মনের বুনটে অবিছেদ্দ দুই দেহ
দুজনাতে নিমগ্ন ।
আত্মা আর সত্তা অবিনস্ত ।
রুদ্ধ শ্বাস; এতেও বেবাক উল্লাশ;
রঙিন জল হয়রাণ।
আলিঙ্গনের উত্তাপের আয়ু
শীতল তরল থেকেও কী দীর্ঘমেয়াদি?
যৌন গন্ধে আচ্ছন্ন কোঠা
আচ্ছন্ন আলোতে স্বপ্নাতুর প্রাণ ;
প্রশ্ন একটাই ,
এলোমেলো দুটো দেহ সত্যি কি অবিচ্ছেদ্য ?