
চেনা অচেনা বহু প্রেম গড়াগড়ি ফুটপাথে
কিন্তু,পরন্তু।.....সব মিলেমিশে একাকার
শুধু হাহাকার।
দায়বদ্ধতা ছাড়াই প্রেমের ভূমিকা,নাটক
প্রতিশ্রুতি দেবার আর ভাঙার স্পর্ধা।
আবেগ আর বিবেক সৎ ভাই ;
তোষামদের ঘ্রাণে শরীর নিংড়ানোর ছলনা।
সেই একি মৌলিক কাহিনী।
বিপুলের রোদনজাগানিয়া।
পথ হারাতে থাকে আবেগ -
বাকি আরও আরও অনেক রহস্য;মৌনতা গভীর হয়।