
সত্যি বলছি অনেক কিছুই ছিল।
আজ আর নেই।
একে একে সব হারিয়ে গেল
টের ই পেলাম না.
আমার শৈশব আমার কৈশোর আমার যৌবন
একে একে সব সব।
আমি যে আঁকি বুকি করেছিলাম
আমি যে গান শুনিয়েছিলাম
আমি যে কবিতা বলেছিলাম ,
সব মিলিয়ে গাছে শূন্যে।
শোনার জন্য যারা আকুতি মিনতি করত। ..
তারাও হারিয়ে গেছে।
আর আমার সব ভেসে গেছে ব্রহ্মপুত্রের জলে ,
চা বাগানের টিলা তে
আর সেই অঝোর বৃষ্টি তে।
কিছু খুব কাছের মানুষ , মনের মানুষ
সব হারিয়ে গেল।
কতো প্রেম কতো বাত্সল্য কত শ্রধ্যা
সব সব সব হারিয়ে গেল।