তুমি যেখানে আমাকে ছেড়ে গিয়েছিলে
আমি ঠিক সেখানেই আছি
প্রতীক্ষাতে
নিরলস ভাবে
প্রতীক্ষারতো আমি ;
মন কাঁদে , এক ফোঁটা অশ্রু ঝরে না।
কি অপূর্ব এক অনুভব এই পথ চাওয়া ,
এ ভাবেই মধুর থাকা।
মুঠো মুঠো ভালোলাগা
রাশি রাশি মুগ্ধতা
তোড়া তোড়া স্নিগ্ধতা
আনন্দ মুহূর্ত গুলো
হাসির ফল্গু ধরায়ে ডুবে পাগলপারা দুটো উথাল পাথাল পরান।
জীবনের সাজঘরে অসময়ে
উদাসী উপবনে
মনের অন্দরমহলে
সবই আছে সযত্নে ;
শুধু প্রতীক্ষা
তোমার প্রতীক্ষা।
আমি ঠিক সেখানেই আছি
প্রতীক্ষাতে
নিরলস ভাবে
প্রতীক্ষারতো আমি ;
মন কাঁদে , এক ফোঁটা অশ্রু ঝরে না।
কি অপূর্ব এক অনুভব এই পথ চাওয়া ,
এ ভাবেই মধুর থাকা।
মুঠো মুঠো ভালোলাগা
রাশি রাশি মুগ্ধতা
তোড়া তোড়া স্নিগ্ধতা
আনন্দ মুহূর্ত গুলো
হাসির ফল্গু ধরায়ে ডুবে পাগলপারা দুটো উথাল পাথাল পরান।
জীবনের সাজঘরে অসময়ে
উদাসী উপবনে
মনের অন্দরমহলে
সবই আছে সযত্নে ;
শুধু প্রতীক্ষা
তোমার প্রতীক্ষা।