
স্মৃতির
বানভাসি
পারমিতা প্রজ্ঞা ভাওয়াল
ভুলে যাওয়া নামগুলো
মগজে শান দিয়ে
মগজে শান দিয়ে
খুঁটে খুঁটে
মনে করতে চেয়ে
একরাশ মুগ্ধতা নেমে এলো।
মুঠো মুঠো স্মৃতি স্ফুলিঙ্গ হয়ে
স্বপ্নময় এক অনাবিল আনন্দে ভাসিয়ে দিল ;
একরাশ মুগ্ধতা নেমে এলো।
মুঠো মুঠো স্মৃতি স্ফুলিঙ্গ হয়ে
স্বপ্নময় এক অনাবিল আনন্দে ভাসিয়ে দিল ;
দুরছাই করা সময়গুলো
বেমালুম মুগ্ধতা এনে দিলো একরাশ,
কই তখন বুঝিনিতো !
বেমালুম মুগ্ধতা এনে দিলো একরাশ,
কই তখন বুঝিনিতো !
স্বপ্নের আলোছায়াতে
বানভাসি
এবেলা ওবেলা সারাবেলা ,
শিশুবেলা ছোটবেলা কিশোরবেলা
তরুণীবেলা বড়বেলা বৃদ্ধবেলা
অবলা অবহেলা
যাঁতাকলে ঠাসা।
এবেলা ওবেলা সারাবেলা ,
শিশুবেলা ছোটবেলা কিশোরবেলা
তরুণীবেলা বড়বেলা বৃদ্ধবেলা
অবলা অবহেলা
যাঁতাকলে ঠাসা।