
প্রেমে হাবুডুবু এতো সহজ হয়না !
ইগো আর এটিচুড এর ভাণ্ডারে বসে অনন্য নাটকের সংলাপ;থাকুক সংঘাত হাজার বারোশো
তার মাঝেও থাকে অটুট কিছু সম্পর্ক।অঢেল নদী বইতে পারে ,
দীঘল উপন্যাস হতেই পারে ,
গরল মনে প্রেমের ভাষা ক্ষণস্থায়ী।
অন্যের মতাদর্শে , সম্মান জানাতে না পারাটা ভীরুদের সম্বল।
ভিন্ন মতে সহমত নয়,
সম্মান জানাতে না পারাটাই
আজকের বিশ্বের অসহায়তার কারণ।