
মগজে শান দিয়ে
খুঁটে খুঁটে মনে করতে চেয়ে
একরাশ মুগ্ধতা নেমে এলো।
মুঠো মুঠো স্মৃতি স্ফুলিঙ্গ হয়ে
স্বপ্নময় এক অনাবিল আনন্দে ভাসিয়ে দিল ;
দুরছাই করা সময় গুলো
বেমালুম মুগ্ধতা এনেদিলো একরাশ,
কই তখন বুঝিনিতো !
স্বপ্নের আলোছায়াতে বানভাসি
এবেলা ওবেলা সারাবেলা ,
শিশুবেলা ছোটবেলা কিশোরবেলা তরুণীবেলা বড়বেলা বৃদ্ধবেলা
অবলা অবহেলা
যাঁতাকলে ঠাসা।
পারমিতা প্রজ্ঞা ভাওয়াল