
প্রকাশ বিরুদ্ধ।
এক বুক রক্ত মেখে যত্নে এগিয়ে আসে
নেমে আসে গুটি গুটি ; মিথ্যা জলছবি,
অযাচিত কল্পনা,
সমঝোতার উষ্ণ আলিঙ্গন,
হৃদয়পুরের বিরহের বেদনা সংগীত,ভাবলেশহীন কালের নির্দয় চক্র হাতছানি দেয় ধোঁয়াহীন আগুন জ্বলে ;
ব্যথার নিরঞ্জনের অনুরণন মুলতুবি থাকে,
অকারণ করুনায় গোপন জ্বালার অসীম দহন ।
অঘটনের ঘনঘটা
গভীরের কথা।
এইটুকুন থেকে এত্ত বিশাল
কি করে মিলবে হিসেবের খাতা ?
নিজেকে পুড়িয়ে ছারখার করার মধ্যেও একটা বিশাল তুষ্টি।
(প্রজ্ঞা পারমিতা )
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited