
রেণু মেখে পাঠালো কি তোকে তিতলি ?
সংগীতের সদাই আমি স্থায়ী তে।
অস্থায়ী সে বার বার !


চাপা আগুন অন্তরালে।
আমলকী টুপ্ টাপ পরে টিনের চালে
তাতেই পায়ের শব্দ অগোছালো।
ঢ্যাঁড়স গাছে ফুল ,লাউ আর কুমড়ো গাছেও।
হলুদ আর কামলাতে মিশে থাকে সুপ্ত প্রেম।
পীচফল এতে ভরা গাছ
সেই রক্তিম দানার খাঁজে খাঁজে
রক্তাত্ব হৃদয়ের বাসা।
আঁখের ঝোপের আড়ালে শুয়ে থাকে বাসনা
বাতায়নের সব সৌরভ ম্রিয়মান ,
শরীরের ঘ্রানে আবিষ্ট।
(২৬ নভেম্বর ২০১৬।)