আমার বিনিদ্র রাজনীর সাথী তুমি
সবটাই বিলাপ;
স্মৃতির বানভাসিতে
প্লাবনে জাহাজ ভাসে গোপনে।
তোমাতেই বিলীন
তোমাতেই আপ্লুত।
তোমাতেই আমার সব পাওয়া না পাওয়ার
বাঁচা মরার জীবনপণ।
আঁচলে ঢাকি, আদরে জড়িয়ে রাখি
আবেগের ঝুড়ি।
হাঁড়িতে ফুটন্ত চালের মতো
এক একটা স্বপ্ন টগবগ করে।
তোমার স্পর্শ
তোমার চুম্বন
উষ্ণতা ছুঁয়ে থাকে সর্বাঙ্গে।
(প্রজ্ঞা পারমিতা )
(৬ সেপ্টেম্বর২০১৬)
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited
সবটাই বিলাপ;
স্মৃতির বানভাসিতে
প্লাবনে জাহাজ ভাসে গোপনে।
তোমাতেই বিলীন
তোমাতেই আপ্লুত।
তোমাতেই আমার সব পাওয়া না পাওয়ার
বাঁচা মরার জীবনপণ।
আঁচলে ঢাকি, আদরে জড়িয়ে রাখি
আবেগের ঝুড়ি।
হাঁড়িতে ফুটন্ত চালের মতো
এক একটা স্বপ্ন টগবগ করে।
তোমার স্পর্শ
তোমার চুম্বন
উষ্ণতা ছুঁয়ে থাকে সর্বাঙ্গে।
(প্রজ্ঞা পারমিতা )
(৬ সেপ্টেম্বর২০১৬)
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited