আরো একবার আসুক বর্ষা ঝমঝমিয়ে ,
ভিজুক দেহ ,ভিজুক মন।
আরো একবার
সিক্ত হৃদয় হোক আলিঙ্গন বদ্ধ।
আরো একবার
জড়িয়ে ধরুক মনের মানুষ আপনজন।
আরো একবার
নেশায়ে মাতুক মাতাল এই মন।

মিলুক গলা বৃষ্টির সুরে ছন্দে।
আরো একবার
নেচে উঠুক সৃষ্টি সুখের আনন্দে।
আরো একবার হিয়ার ভেতর
আসুক সুখের তরঙ্গ।
আরো একবার
একাকার তোমাতে আমাতে।
আরো একবার মেঘলা আকাশ
সাক্ষী থাকুক এই মিলনের।