Monday, March 28, 2016

জানলা


আমার দুটো জানলা ছিল
দরজা ছিল একটাই
জানলা দিয়েই ফুরুত করে পালিয়ে যেতাম তাই।

একচিলতে তীক্ষ্ণ আলো  ভাঙিয়ে দিত ভোরের স্বপ্ন
 নাম না জানা দুটো পাখি
পাশের গাছে রেয়াজে করতো মাতামাতি।

একটি ছিল লেজ ঝোলা
অন্যটির ঠোট রাঙ্গা।
চড়ুই দের কিচির মিচির
যেন খেলবে ইকির মিকির ;
মাঝে মাঝে কাক  শালিকের যুগলবন্দী
স্বপ্ন তখন মগজ বন্দী।


পাঁচিলে লেজ মোটা বেড়াল লম্বা হয়ে  
তুলত হাই 
আয়েশে
মাঝে সাঝে বিরক্তি যেন !
কে ভাঙ্গালো  ঘুম এত ভোরেতে !

আমার দুটো জানলা ছিল
দরজা ছিল একটাই
জানলা দিয়েই ফুরুত করে পালিয়ে যেতাম তাই।


 জানলা দুটো হারিয়ে গেছে
কোন অজানা ঠিকানায় ,
স্বপ্নের মতই হাতড়ে বেড়াই
এদিক ওদিক যদি খুঁজে পাই।

দ্বিধা

দ্বিধার সাগরে ডুবে
ভূমিষ্ঠ হয়
দ্বিধাহীন হবার আমরণ পণ। 
বস্তা বস্তা  দ্বন্দ 
 উন্মেষ,
উন্মাদনার কোলাহল ;
রসের ধারাস্রোত

রাগে অনুরাগে ষোলকলা হবে পূর্ণ,
সংকল্প সংগোপনে
অভিমানের অতল সাগরে এ কি সম্ভাসন।

স্মৃতির স্তূপ



স্মৃতির স্তুপে বসে থাকি বেলা অবেলায়ে ,
রামধেনু রঙিন কতো কথা চারপাশে ছুটে বেড়ায়ে
ধরতে চাই
ছুতে চাই
উড়ে বেড়ানো মধুর স্মৃতি ;
পারিনা পারিনা  পারিনা কিছুতেই।
আলিঙ্গনের লাগি হৃদয় করে আকুলি বিকুলি ,
স্পর্শের লাগি হাহাকার।
আনন্দ মাঝেও  দৃষ্টি হয় ঝাপসা ,
অনাবিল বয়ে চলে ধারা
সেই অশ্রু স্রোতে ভাসে ভেলা ,
খেলে চলে অবিরাম মনের অন্তঃপুরে।
বসে রই 

নিশ্চুপ 
নির্বাক
নির্বিকার

ভেতরে তোলপাড়।







পারমিতা প্রজ্ঞা ভাওয়াল (18th march2006)

চিলেকোঠা ওয়েবজিন: কবিতা - পারমিতা প্রজ্ঞা ভাওয়াল:অত্যাচারের আঁচড়



অত্যাচারের আঁচড় প্রজ্ঞা পারমিতা ভাওয়াল
আমার ধমনীতে তোমার অত্যাচারের আঁচড়
আমার রন্ধ্রে রন্ধ্রে তোমার কথার চাবুকাঘাত ;
 
চেতনার হাতেখড়ির বিপুল আয়োজন। 
বিধস্ত মনের গভীরে কুমীর খেলা করে 

সেখানে লিলি বা হাসনুহানা বা পদ্ম থাকতে পারতো অনায়াসে ;
কিছু রঙিন মাছ খেলতে পারতো। 

কালশিটে রক্তের সমারোহ 
একরাশ বিরহবিলাস,চরম পাওয়ার অনুভূতিতে মশগুল 

যে কোনো ভাবে, যে কোনো মুহূর্তেই মুক্ত হতে পারি, তবে কেন ?
এই ভাবেই প্রীত থাকা?

কতো না  যাতনা যত্নে আন্দোলিত করেছে হৃদয় ,
তনুখানি হাসিতে বাঁশিতে রেখেছি ভরে 
সজীব হয়ে মধুর থাকি
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger