ভালোবাসা ৩
নিয়মের বেড়াজালে হাঁসফাঁস করা এই সভ্যসমাজ,
গোপন অভিসার,অভিলাষ ;
সমাজের নিয়মের যুপকাষ্ঠে বলির পাঁঠা সোহাগ ।
হাহাকার হৃদয় ।
তাবৎ অসভত্যার দৃষ্টি,
পাড়াতে প্রবেশ বিপত্তির
সুখের খেই যায় হারিয়ে
ভেঙে পড়ে
মাঝরাস্তায় হৃৎপিন্ডের কান্না।
ভেতরপাড়া ভরপুর,
ভালোবাসার উদ্দাম রক্ত যদি প্রবাহিত
এতো কেন অসহায় প্রেম !!!
উত্তাল মন বেপরোয়া
চার চোখ মশগুল;
অজস্র চাউনি গুলো ধোঁয়াশা ;
বেসামাল ধুকপুকুনী
নিত্য নতুন পরাজয়ও অম্লান,
স্বপ্নের হিমেল হাওয়ায় স্নান।
আঁকড়ে ধরে দুজন দুজনকে
বাহুডোরে, দৃষ্টিতে, চুম্বনে ,
অবিচ্ছেদ্য আলিঙ্গনে।

(প্রজ্ঞা পারমিতা ভাওয়াল ) ১৭জুন ২০১৭
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited
নিয়মের বেড়াজালে হাঁসফাঁস করা এই সভ্যসমাজ,
গোপন অভিসার,অভিলাষ ;
সমাজের নিয়মের যুপকাষ্ঠে বলির পাঁঠা সোহাগ ।
হাহাকার হৃদয় ।
তাবৎ অসভত্যার দৃষ্টি,
পাড়াতে প্রবেশ বিপত্তির
সুখের খেই যায় হারিয়ে
ভেঙে পড়ে

ভেতরপাড়া ভরপুর,
ভালোবাসার উদ্দাম রক্ত যদি প্রবাহিত
এতো কেন অসহায় প্রেম !!!
উত্তাল মন বেপরোয়া
চার চোখ মশগুল;
অজস্র চাউনি গুলো ধোঁয়াশা ;
বেসামাল ধুকপুকুনী
নিত্য নতুন পরাজয়ও অম্লান,
স্বপ্নের হিমেল হাওয়ায় স্নান।
আঁকড়ে ধরে দুজন দুজনকে
বাহুডোরে, দৃষ্টিতে, চুম্বনে ,
অবিচ্ছেদ্য আলিঙ্গনে।

(প্রজ্ঞা পারমিতা ভাওয়াল ) ১৭জুন ২০১৭
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited