অনুভূতির জ্বর,অসহিষ্ণুতার জ্বর ,
কেঁপে কেঁপে ওঠে নিরন্তর ;
জানলা দিয়ে হাত বাড়াই
বৃষ্টির ছাট কে ছুঁয়ে থাকি
বিন্দু বিন্দু জলের জলপট্টি।
গাছেদের জ্বর হয় ?
মেঘের জ্বর ,আকাশের জ্বর ,
পাহাড়ের ? নদীর ?
কেউ কখনো বলেনিতো।
বৃষ্টির জলপট্টি পায় কী ওরা ?
আমার মনের জ্বরের খবর
না, কেউ রাখেনি
কেউ না , কেউ না।
পুড়ে পুড়ে ছাড়খার হয় অন্দরমহল।
না কেউ জানেনি ,কেউ বোঝেনি।
কেঁপে কেঁপে ওঠে নিরন্তর ;
জানলা দিয়ে হাত বাড়াই
বৃষ্টির ছাট কে ছুঁয়ে থাকি
বিন্দু বিন্দু জলের জলপট্টি।
গাছেদের জ্বর হয় ?
মেঘের জ্বর ,আকাশের জ্বর ,
পাহাড়ের ? নদীর ?
কেউ কখনো বলেনিতো।
বৃষ্টির জলপট্টি পায় কী ওরা ?
আমার মনের জ্বরের খবর
না, কেউ রাখেনি
কেউ না , কেউ না।
পুড়ে পুড়ে ছাড়খার হয় অন্দরমহল।
না কেউ জানেনি ,কেউ বোঝেনি।