Friday, August 12, 2016

জীবনের দরকষাকষির কোন্দলে

অসীম দূরত্ব ,
ভীত মন ,ভীত শরীর
তবুও তোমার মতো
আমার মতো  করে ভালোবাসা।

মরতে মরতে  না  মরা শুকনো  নদী
নুড়ি পাথরের ওপর ধীর গতিতে;
দেয়াল তুলে দেয়া সব ইন্দ্রিয়তে
ভেঙে চুড়মার  করি গোপনে।

কথা ছিল দেখা হবে, হয়নি ;
কথা ছিল কথাও হবে , হয়নি ;
বয়ে গেছে অনেকটা অসময়
জীবনের দরকষাকষির কোন্দলে।

ছন্দহীন অনুভব

কিছু স্থায়ী  বিষাদ কামড়ে  ধরেছিলো সব অনুভূতি।
অধিকার বোধ আর অপরাধ বোধ সব চুড়মার করে
মূক কিছু ছন্দহীন অনুভবে হৃদয়ে মোচড়।


আধফোটা ফুল ,
কুঁড়ি পূর্ণাবয়ব পেয়েছে কীট দংশন ছাড়াই
শান্তিতে ঘুমোনো  যন্ত্রনা গুলো নাড়া দিয়ে যায়। 

কলস কলস কল্পনা
হাইড্রার মতো জড়াতে আসে ধেয়ে
বস্তাপচা প্রতিশ্রুতির উটকো ঘ্রানে ইচ্ছেগুলো শুকিয়ে যায়।

সব ঘটনার কুঁড়ি কখন মহীরুহ হয়েও উঠতে পারে
ইচ্ছেঘুড়ি কখন কোথায় ওড়ে তা যায়না বোঝা
দ্বিধার সাগরে ভূমিষ্ঠ  প্রেমের সম্ভাষণ।

গৃহিনী বেশ্যা

সেকি তুমি ভোলোনি ?
নাকি ভুলতে পারনি?
নাকি ভুলতে চাওনি ?
অমিতো  বাধ সাধিনি কোনদিন  কখনো?

গঙ্গাজল না হোক ,
এন্টিসেপটিক দিয়ে ধুয়ে মুছে সাফ করার যোগ্যতা তো রয়েছে।
ছদ্দবেশী সুখ তোমার চারপাশে
সীকৃতি দাও। বীরপুরুষ।

নিঃস্ব বা হতাশ হবার ভয় ?
স্ত্রীকে জানো তুলোধনা করতে,
পরের স্ত্রীকে আপন করো। খেলা কারো।
সুখে মাতাল হও 'গৃহিনী বেশ্যা'   মহিলা দের সাথে।

স্বামী সন্তান নিয়ে
সুখের আস্তানা
অন্যের ঘর ভাঙার চূড়ান্ত কামনা ;
শরীরের খিদে মেটানো পরপুরুষের সৌজন্যে।

Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger