জীবনের গ্রীন রুমে নব রূপে প্রবেশ হঠাৎ
ফুটন্ত জলের বুদ্ বুদ্ এর মতোই
উবে গেছে কতো কিছু ,
চায়ের জল ফুটতে ফুটতে যতটুকু কথা ,যতটুকু চেয়ে থাকা
কতগুলো বছর পেরিয়ে আজ সামনে।
দৃষ্টি ঝাপসা -তবু তুমি স্পষ্ট।
রোদ্দুরের উত্তাপ ,জোছনা বিলাস , বৃষ্টির আস্বাদ
সব জড়িয়ে আছে,
সুক্ষ কৌশলে লুকিয়ে রাখি কুলুঙ্গিতে ।
কজন পারে সেটা?
বলিরেখা ছাপিয়ে তোমার অভিজ্ঞাতার ঝোলা থেকে গড়িয়ে পরে
নির্যাতনের সাবেকিয়ানার ইতিহাস।
ভেসেছি, ডুবেছি ,উঠেছি কতবার ,
বারবার মরুভূমির ক্যাকটাস এর মতো বাঁচার লড়াই ;
অঙ্গুলিহেলনে আর খোয়া যেতে দেবোনা আত্মসম্মান।
আপোষের দরজা তে তালা
তোমার বর্ণমালা কি খুঁজছে নতুন মিল ?
ওই চাউনি ডরায়ে না , ভাবায় না , ভালোবাসায় না.
নির্বিকার আমায় টলায়ও না
আপসোস নেই , পরিচ্ছন্ন বাতাস আমার চারপাশে ,তুমি অস্তিত্ব বিহীন।
অত্যাচারে সংগোপনে ষোলো কলা পূর্ণতা পায়ে কী ?
দ্বিধার সাগরে ভূমিষ্ঠ আমার স্বত্বা ,
জড়তা মুক্ত।
মুঠো মুঠো দুরছাই নিয়ে
এক জীবনে নতুন নতুন জন্ম।
ফুটন্ত জলের বুদ্ বুদ্ এর মতোই
উবে গেছে কতো কিছু ,
চায়ের জল ফুটতে ফুটতে যতটুকু কথা ,যতটুকু চেয়ে থাকা
কতগুলো বছর পেরিয়ে আজ সামনে।
দৃষ্টি ঝাপসা -তবু তুমি স্পষ্ট।
রোদ্দুরের উত্তাপ ,জোছনা বিলাস , বৃষ্টির আস্বাদ
সব জড়িয়ে আছে,
সুক্ষ কৌশলে লুকিয়ে রাখি কুলুঙ্গিতে ।
কজন পারে সেটা?
বলিরেখা ছাপিয়ে তোমার অভিজ্ঞাতার ঝোলা থেকে গড়িয়ে পরে
নির্যাতনের সাবেকিয়ানার ইতিহাস।
ভেসেছি, ডুবেছি ,উঠেছি কতবার ,
বারবার মরুভূমির ক্যাকটাস এর মতো বাঁচার লড়াই ;
অঙ্গুলিহেলনে আর খোয়া যেতে দেবোনা আত্মসম্মান।
আপোষের দরজা তে তালা
তোমার বর্ণমালা কি খুঁজছে নতুন মিল ?
ওই চাউনি ডরায়ে না , ভাবায় না , ভালোবাসায় না.
নির্বিকার আমায় টলায়ও না
আপসোস নেই , পরিচ্ছন্ন বাতাস আমার চারপাশে ,তুমি অস্তিত্ব বিহীন।
অত্যাচারে সংগোপনে ষোলো কলা পূর্ণতা পায়ে কী ?
দ্বিধার সাগরে ভূমিষ্ঠ আমার স্বত্বা ,
জড়তা মুক্ত।
মুঠো মুঠো দুরছাই নিয়ে
এক জীবনে নতুন নতুন জন্ম।