Tuesday, August 23, 2016

নির্যাতনের সাবেকিয়ানা

জীবনের গ্রীন রুমে নব রূপে প্রবেশ হঠাৎ
ফুটন্ত  জলের বুদ্ বুদ্ এর মতোই
উবে গেছে কতো কিছু ,
চায়ের জল ফুটতে ফুটতে যতটুকু কথা ,যতটুকু চেয়ে থাকা
কতগুলো বছর পেরিয়ে আজ সামনে।

দৃষ্টি ঝাপসা  -তবু  তুমি স্পষ্ট।
রোদ্দুরের উত্তাপ ,জোছনা বিলাস , বৃষ্টির আস্বাদ
সব জড়িয়ে আছে,
সুক্ষ কৌশলে লুকিয়ে রাখি কুলুঙ্গিতে ।
কজন পারে সেটা?

বলিরেখা ছাপিয়ে তোমার অভিজ্ঞাতার ঝোলা থেকে গড়িয়ে পরে
নির্যাতনের  সাবেকিয়ানার ইতিহাস।
ভেসেছি, ডুবেছি ,উঠেছি কতবার ,
বারবার মরুভূমির ক্যাকটাস এর মতো  বাঁচার লড়াই ;
অঙ্গুলিহেলনে আর খোয়া যেতে দেবোনা আত্মসম্মান।

আপোষের দরজা তে তালা
তোমার বর্ণমালা কি খুঁজছে নতুন মিল ?
ওই চাউনি ডরায়ে না , ভাবায় না , ভালোবাসায় না.
নির্বিকার আমায় টলায়ও না
আপসোস নেই , পরিচ্ছন্ন বাতাস আমার চারপাশে ,তুমি অস্তিত্ব বিহীন।

অত্যাচারে সংগোপনে ষোলো কলা পূর্ণতা পায়ে কী ?
দ্বিধার সাগরে ভূমিষ্ঠ আমার স্বত্বা ,
জড়তা মুক্ত। 
মুঠো মুঠো দুরছাই নিয়ে
এক জীবনে নতুন নতুন জন্ম।

"মেলবন্ধন"


Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger