অভ্যাসে জেগে থাকি
অপেক্ষাতে।......
নিজের কাছে নিজেকে প্রমান করার দায়বদ্ধতা
অজস্র প্রতিশ্রুতিতে আবদ্ধ।
স্বপ্নের ম্লান হিমেল হওয়া ,
মাঝে মাঝেই সমর্পনের ইচ্ছে জাগে।
ক্ষতগুলোকে নিলামে চড়াই
মনের মরুভূমিতে তেষ্টা বেড়ে চলে।
চোখের জল বলিরেখা বেয়ে.......
নিঃশ্বাস রুদ্ধতা ;
হ্রৃদপিণ্ডতে পুড়ছে কিছু ,
অন্তরালে নিঃশব্দে।
চোখের জল বলিরেখা বেয়ে.......
নিঃশ্বাস রুদ্ধতা ;
হ্রৃদপিণ্ডতে পুড়ছে কিছু ,
অন্তরালে নিঃশব্দে।
শেষের পরেও শেষ খোঁজার মিথ্যে নেশা
সাংঘাতিক আকাঙ্ক্ষা ।
রক্তক্ষরণের পলতে জ্বালিয়ে
অস্তিত্ববিহীন অঙ্গীকারের পিছুটান।
(প্রজ্ঞা পারমিতা )
(7th June 2017)
অস্তিত্ববিহীন অঙ্গীকারের পিছুটান।
(প্রজ্ঞা পারমিতা )
(7th June 2017)
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited