স্মশানের গন্ধ পাই
সারা জীবনের পাঁজা পাঁজা একাকীত্ব ,
সকল অভিমানের ঝুড়ি
মেঘের গুপ্তচরের কাছে ছিল গচ্ছিত ;
লুটে নিলো চাঁদের গাছ তলাতে বসে বসে চড়কা কাটা বুড়ী।
স্মশানের গন্ধ পাই তবুও।
মোহভঙ্গ দুর্নিবার ;ব্যাপ্তি ছাড়িয়ে প্রেম।
কখনো হারাই সবুজের সুরে ,
কখনো বা নীলের ছন্দে ।
চলি আঁকাবাঁকা পথের সন্ধানে।
স্মশানের ঘ্রাণ তবুও;
মস্তিষ্কের নিউরনে তীব্র দ্রুততা ,
মায়াজালের লুটেরা ডাকাত করে লন্ডভন্ড ;
নিবিড় ভাবে ছুঁয়ে থাকি
রক্তক্ষরণ এর নদীতে ভাসা স্বপ্নদের।
স্মশানের গন্ধ তবুও অহরহ।
(প্রজ্ঞা পারমিতা ভাওয়াল )
।© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited
সারা জীবনের পাঁজা পাঁজা একাকীত্ব ,
সকল অভিমানের ঝুড়ি
![]() |
Bhakra Nagal |
লুটে নিলো চাঁদের গাছ তলাতে বসে বসে চড়কা কাটা বুড়ী।
স্মশানের গন্ধ পাই তবুও।
মোহভঙ্গ দুর্নিবার ;ব্যাপ্তি ছাড়িয়ে প্রেম।
কখনো হারাই সবুজের সুরে ,
কখনো বা নীলের ছন্দে ।
চলি আঁকাবাঁকা পথের সন্ধানে।
স্মশানের ঘ্রাণ তবুও;
মস্তিষ্কের নিউরনে তীব্র দ্রুততা ,
মায়াজালের লুটেরা ডাকাত করে লন্ডভন্ড ;
নিবিড় ভাবে ছুঁয়ে থাকি
রক্তক্ষরণ এর নদীতে ভাসা স্বপ্নদের।
স্মশানের গন্ধ তবুও অহরহ।
(প্রজ্ঞা পারমিতা ভাওয়াল )
।© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited