Monday, May 28, 2018

আবার

আবার
আবার যদি ফিরে  আসো,
এক আকাশ বৃষ্টি এনো আমাকে সিক্ত করতে।
আবার যদি ভালোবাসো এক সমুদ্র প্রেম এনো
হোক সে নোনা।
সমস্ত দাগ ধুয়ে এসেছি তিস্তা পাড়ে
এখনো একলা হলেও কোলাহল অজান্তেই
পরিছন্ন বাতাসে তোমার সুবাস
অস্তিত্ব ঘোষণা।
সবাই কি যাই বললেই যেতে পারে?
নাকি যেতে দেয়া হয়?
সবাই কি ফিরে আসবো বললেই আসতে পারে
নাকি আসতে দেয়া হয় ?
টুকরো টুকরো অভিমানের পাহাড়ে বাস  করে কান্না ভেজা অশ্রুত চিৎকার।

© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger