
‘ক্যারেক্টার এনালিসিসে ’
ব্যস্ত সবাই
নিজের নয় ,অন্যদের।
কিচ্ছুটি না-ভাবতে পারলে
বেজায় অসুখের হয়ে পড়ে।
এস্রাজের মোহের মতো
নুপুরের ছন্দের মতো একের পর একেকজনের
ডিসেক্শন চলে, কাঁচি ছুরি চলে অবিরাম।
ছুঁড়ে ছেনে,হৃদয়ে পুলক জাগায়;
ভুলে যায় ঝরা বনে আরো কেউ কেউ
তাদের বাদাম কুড়োতে ব্যস্ত।
হেকিম ,বদ্যি ডেকে এই ব্যাধির হবেনা উপশম।
(প্রজ্ঞা পারমিতা )
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited