ভরসার আশ্বাস
প্রতিশ্রুতির বিনিসুতয় গাঁথা,
অদমনীয় ভাষার বিন্যাসে
প্রতিনিয়ত মিথ্যের কুহেলিকা।
বর্ণগুলো ছন্দ হীন মিছিলে সামিল
অক্ষর গুলো শব্দের সাজঘরে মহড়া দেয় অবিরাম ,
ঝাপটা লাগে মনের গহন তলে
ঝড়ের আভাস মাতাল করে উদাস মন।
খামখেয়ালি জাদুকাঠির সমুজ্জল শিহরণ
কথোপকথনে রোমাঞ্চ ,
হাসির খোরাকে ভেজাল।
বিষাদ গুলো ভো কাট্টা।
চূর্ণ বিচূর্ণ যে করলো হৃদয়
কেন তাকে দিয়েই মিছে
জোড়া দেয়ার প্রচেষ্টা
ঝলমল করে অসহায় বনেদী অশ্রুকণা।
প্রতিশ্রুতির বিনিসুতয় গাঁথা,

প্রতিনিয়ত মিথ্যের কুহেলিকা।
বর্ণগুলো ছন্দ হীন মিছিলে সামিল
অক্ষর গুলো শব্দের সাজঘরে মহড়া দেয় অবিরাম ,
ঝাপটা লাগে মনের গহন তলে
ঝড়ের আভাস মাতাল করে উদাস মন।
খামখেয়ালি জাদুকাঠির সমুজ্জল শিহরণ
কথোপকথনে রোমাঞ্চ ,
হাসির খোরাকে ভেজাল।
বিষাদ গুলো ভো কাট্টা।
চূর্ণ বিচূর্ণ যে করলো হৃদয়
কেন তাকে দিয়েই মিছে
জোড়া দেয়ার প্রচেষ্টা
ঝলমল করে অসহায় বনেদী অশ্রুকণা।