Saturday, October 3, 2015

ছিল, আজ আর নেই

আমার অনেক কিছু ।
সত্যি বলছি অনেক কিছুই ছিল।
আজ আর নেই।

একে একে সব হারিয়ে গেল
টের ই  পেলাম না.
আমার শৈশব আমার  কৈশোর আমার যৌবন
একে একে সব সব।

আমি যে আঁকি বুকি  করেছিলাম
আমি যে গান  শুনিয়েছিলাম
আমি যে কবিতা বলেছিলাম ,
সব মিলিয়ে গাছে শূন্যে।
শোনার জন্য যারা আকুতি মিনতি করত। ..
তারাও হারিয়ে গেছে।
আর আমার সব ভেসে গেছে  ব্রহ্মপুত্রের জলে ,
চা বাগানের টিলা তে
আর সেই অঝোর বৃষ্টি তে।

কিছু খুব কাছের মানুষ , মনের মানুষ
সব হারিয়ে গেল।
কতো প্রেম কতো বাত্সল্য  কত শ্রধ্যা
সব সব সব হারিয়ে গেল।

 

Thursday, October 1, 2015

মিছিল

আমার নির্মেদ পংতির মিছিলে
লাল কালো নীল অক্ষর  গুলো
মাঝে মাঝেই ধোয়াশা হয়ে যায়ে।
সংলাপ হয়ে উঁকি মারে এধার ওধার  থেকে ,
দূর থেকে ছুয়ে দেই মনে  মনে ,
মিছিল থেকে বেরিয়ে এ কোন আইন অমান্য
এ কোন প্রতিবাদ ?
এ কেমন পরিভাষা ?

Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger