শুইয়ে রেখেছি ,বড্ড বেশী ডানা ঝাপটাচ্ছিল।
ডানাকাটা পরীর মতো আছন্ন এখন ;
হতাশা গুলোকে কবর দিয়েছি ,
যন্ত্রণা গুলো কুকড়ে উঠলেই বাক্স বন্দী করে ফেলি
নিমেষে সব অগোছালো ভাবনাগুলো চুল্লী তে দেই তুলে।
আমার জ্যান্ত লাশের ওপর দিয়ে
নিরন্তর চলে হামালদিস্তা ,
তবু আমি থাকি শান্তিতে।
মৃত মানুষের শব
কি প্রশান্তিতেশুয়ে থাকে ,
তারপর তাকে নিশ্চিন্হ করে দেয়া।
গাণিতিক সমীকরণে ভরে গেছে আমার সব দেয়াল
এখন রূপরেখা পাল্টাতে হবে
সব করতে হবে আশান।