
অফিস টাইম এতে চকিতে দেখা
যেন মুহূর্তে কোনো গীতিনির্ঝর।
দ্বিধা দ্বন্দ হানা দেবার আগেই
জিজ্ঞেস করে ফেলি সেই নামটা !
যেন সম্ভাবনা কোনো বিমলবৃষ্টির।
মনের গহন মাঝে উঠলো কি ঝড় ?
যতটা স্বভাব সিদ্ধ স্বাভাবিকতা নিয়ে প্রশ্ন করি ,
ততটাই কুন্ঠা, ততটাই অস্বস্তিতে তাড়া থাকার ভান করে উধাও হলে।
কিছু বুঝে ওঠার আগেই ,
নিজেকে নিজের কাছেই অদ্ভত লাগলো।
থমকে গেলাম ,চলে যাওয়া দেখলাম
ফিরে তাকালে কিনা লক্ষ্য করেছিলাম।
আমার নামহীন বর্ণহীন গন্ধহীন অনুভূতি গুলো
ইজ্জত হারালো কিনা , না ভেবেই অফিসের দিকে পা বাড়িয়েছিলাম।