আবার
আবার যদি ফিরে আসো,
এক আকাশ বৃষ্টি এনো আমাকে সিক্ত করতে।
আবার যদি ভালোবাসো এক সমুদ্র প্রেম এনো
হোক সে নোনা।
সমস্ত দাগ ধুয়ে এসেছি তিস্তা পাড়ে
এখনো একলা হলেও কোলাহল অজান্তেই
পরিছন্ন বাতাসে তোমার সুবাস
অস্তিত্ব ঘোষণা।
সবাই কি যাই বললেই যেতে পারে?
নাকি যেতে দেয়া হয়?
সবাই কি ফিরে আসবো বললেই আসতে পারে
নাকি আসতে দেয়া হয় ?
টুকরো টুকরো অভিমানের পাহাড়ে বাস করে কান্না ভেজা অশ্রুত চিৎকার।
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited
আবার যদি ফিরে আসো,
এক আকাশ বৃষ্টি এনো আমাকে সিক্ত করতে।
আবার যদি ভালোবাসো এক সমুদ্র প্রেম এনো
হোক সে নোনা।
সমস্ত দাগ ধুয়ে এসেছি তিস্তা পাড়ে
এখনো একলা হলেও কোলাহল অজান্তেই
পরিছন্ন বাতাসে তোমার সুবাস
অস্তিত্ব ঘোষণা।
সবাই কি যাই বললেই যেতে পারে?
নাকি যেতে দেয়া হয়?
সবাই কি ফিরে আসবো বললেই আসতে পারে
নাকি আসতে দেয়া হয় ?
টুকরো টুকরো অভিমানের পাহাড়ে বাস করে কান্না ভেজা অশ্রুত চিৎকার।
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited