Monday, November 19, 2018

শ্মশানের গন্ধ


শ্মশানের গন্ধ পাই
সারা জীবনের পাঁজা পাঁজা একাকীত্ব ,
সকল অভিমানের ঝুড়ি
মেঘের গুপ্তচরের কাছে ছিল গচ্ছিত ;
লুটে নিলো চাঁদের গাছ তলাতে বসে বসে চড়কা কাটা বুড়ী।
শ্মশানের গন্ধ পাই তবুও।
মোহভঙ্গ দুর্নিবার ;ব্যাপ্তি ছাড়িয়ে প্রেম।
কখনো হারাই সবুজের সুরে ,
কখনো বা নীলের ছন্দে ।
চলি আঁকাবাঁকা পথের সন্ধানে।
শ্মশানের ঘ্রাণ তবুও;
মস্তিষ্কের নিউরনে তীব্র দ্রুততা ,
মায়াজালের লুটেরা ডাকাত ,করে লন্ডভন্ড ;
নিবিড় ভাবে ছুঁয়ে থাকি
রক্তক্ষরণ এর নদীতে ভাসা স্বপ্নদের --
শ্মশানের গন্ধ তবুও অহরহ।

(প্রজ্ঞা পারমিতা ভাওয়াল )
।© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Saturday, November 17, 2018

LIFE - Paramita Bhowal: বিচ্ছেদ

LIFE - Paramita Bhowal: বিচ্ছেদ: '
বিচ্ছেদের পর বিচ্ছেদ খেলাটা চূড়ান্ত রোমাঞ্চকর।
মিলনের শঙ্খটা যেন শুরু থেকেই দুর্বল।
তলিয়ে যেতে যেতেও ঠোঁটের কোণে মুচকি হাসির প্রলেপ।...

বিচ্ছেদ

'বিচ্ছেদের পর বিচ্ছেদ খেলাটা চূড়ান্ত রোমাঞ্চকর।
মিলনের শঙ্খটা যেন শুরু থেকেই দুর্বল।
তলিয়ে যেতে যেতেও
ঠোঁটের কোণে মুচকি হাসির প্রলেপ।'

(প্রজ্ঞা পারমিতা ভাওয়াল )

Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger