Monday, March 28, 2016

জানলা


আমার দুটো জানলা ছিল
দরজা ছিল একটাই
জানলা দিয়েই ফুরুত করে পালিয়ে যেতাম তাই।

একচিলতে তীক্ষ্ণ আলো  ভাঙিয়ে দিত ভোরের স্বপ্ন
 নাম না জানা দুটো পাখি
পাশের গাছে রেয়াজে করতো মাতামাতি।

একটি ছিল লেজ ঝোলা
অন্যটির ঠোট রাঙ্গা।
চড়ুই দের কিচির মিচির
যেন খেলবে ইকির মিকির ;
মাঝে মাঝে কাক  শালিকের যুগলবন্দী
স্বপ্ন তখন মগজ বন্দী।


পাঁচিলে লেজ মোটা বেড়াল লম্বা হয়ে  
তুলত হাই 
আয়েশে
মাঝে সাঝে বিরক্তি যেন !
কে ভাঙ্গালো  ঘুম এত ভোরেতে !

আমার দুটো জানলা ছিল
দরজা ছিল একটাই
জানলা দিয়েই ফুরুত করে পালিয়ে যেতাম তাই।


 জানলা দুটো হারিয়ে গেছে
কোন অজানা ঠিকানায় ,
স্বপ্নের মতই হাতড়ে বেড়াই
এদিক ওদিক যদি খুঁজে পাই।

2 comments:

Unknown said...

Darunn....Chobi r kobita dutoi valo mil kheyeche.

Paramita pragya Bhowal said...

Thank you Babu.

Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger