
দরজা ছিল একটাই
জানলা দিয়েই ফুরুত করে পালিয়ে যেতাম তাই।
একচিলতে তীক্ষ্ণ আলো ভাঙিয়ে দিত ভোরের স্বপ্ন
নাম না জানা দুটো পাখি
পাশের গাছে রেয়াজে করতো মাতামাতি।
একটি ছিল লেজ ঝোলা
অন্যটির ঠোট রাঙ্গা।
চড়ুই দের কিচির মিচির
যেন খেলবে ইকির মিকির ;
মাঝে মাঝে কাক শালিকের যুগলবন্দী
স্বপ্ন তখন মগজ বন্দী।
পাঁচিলে লেজ মোটা বেড়াল লম্বা হয়ে
তুলত হাই আয়েশে
মাঝে সাঝে বিরক্তি যেন !
কে ভাঙ্গালো ঘুম এত ভোরেতে !


দরজা ছিল একটাই
জানলা দিয়েই ফুরুত করে পালিয়ে যেতাম তাই।
জানলা দুটো হারিয়ে গেছে
কোন অজানা ঠিকানায় ,
স্বপ্নের মতই হাতড়ে বেড়াই
এদিক ওদিক যদি খুঁজে পাই।
2 comments:
Darunn....Chobi r kobita dutoi valo mil kheyeche.
Thank you Babu.
Post a Comment