LIFE - Paramita Bhowal
LIfe everyday teaches new things-----experience is the greatest teacher......
Tuesday, April 2, 2019
Monday, April 1, 2019
Friday, March 29, 2019
তোলপাড়
স্মৃতির স্তুপে বসে থাকি বেলা অবেলায়
রামধেনু রঙিন কত কথা চারপাশে ছুটে বেড়ায়।
ধরতে চাই, ছুঁতে চাই, উড়ে বেড়ানো মধুর স্মৃতি
পারিনা পারিনা পারিনা কিছুতেই পাইনা
আলিঙ্গনের লাগি হৃদয় করে আকুলি বিকুলি
স্পর্শের লাগি হাহাকার ;
আনন্দ মাঝেও দৃষ্টি হয় ঝাপসা ,
অনাবিল ধারা বয়ে চলে।
তারা ভেসে বেড়ায় অশ্রু স্রোতে ,
খেলে চলে অবিরাম
মনের অন্তঃপুরে।
স্মৃতির ভেলা নিয়ে বসে রই নির্বিকার ,নিশ্চুপ।
ভেতরে তোলপাড়।
রামধেনু রঙিন কত কথা চারপাশে ছুটে বেড়ায়।
ধরতে চাই, ছুঁতে চাই, উড়ে বেড়ানো মধুর স্মৃতি
পারিনা পারিনা পারিনা কিছুতেই পাইনা
আলিঙ্গনের লাগি হৃদয় করে আকুলি বিকুলি
স্পর্শের লাগি হাহাকার ;
আনন্দ মাঝেও দৃষ্টি হয় ঝাপসা ,
অনাবিল ধারা বয়ে চলে।
তারা ভেসে বেড়ায় অশ্রু স্রোতে ,
খেলে চলে অবিরাম
মনের অন্তঃপুরে।
স্মৃতির ভেলা নিয়ে বসে রই নির্বিকার ,নিশ্চুপ।
ভেতরে তোলপাড়।
Monday, November 19, 2018
শ্মশানের গন্ধ

সারা জীবনের পাঁজা পাঁজা একাকীত্ব ,
সকল অভিমানের ঝুড়ি
মেঘের গুপ্তচরের কাছে ছিল গচ্ছিত ;
লুটে নিলো চাঁদের গাছ তলাতে বসে বসে চড়কা কাটা বুড়ী।
শ্মশানের গন্ধ পাই তবুও।
মোহভঙ্গ দুর্নিবার ;ব্যাপ্তি ছাড়িয়ে প্রেম।
কখনো হারাই সবুজের সুরে ,
কখনো বা নীলের ছন্দে ।
চলি আঁকাবাঁকা পথের সন্ধানে।
শ্মশানের ঘ্রাণ তবুও;
মস্তিষ্কের নিউরনে তীব্র দ্রুততা ,
মায়াজালের লুটেরা ডাকাত ,করে লন্ডভন্ড ;
নিবিড় ভাবে ছুঁয়ে থাকি
রক্তক্ষরণ এর নদীতে ভাসা স্বপ্নদের --
শ্মশানের গন্ধ তবুও অহরহ।
(প্রজ্ঞা পারমিতা ভাওয়াল )
।© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited
Saturday, November 17, 2018
LIFE - Paramita Bhowal: বিচ্ছেদ
LIFE - Paramita Bhowal: বিচ্ছেদ: '
বিচ্ছেদের পর বিচ্ছেদ খেলাটা চূড়ান্ত রোমাঞ্চকর।
মিলনের শঙ্খটা যেন শুরু থেকেই দুর্বল।
তলিয়ে যেতে যেতেও ঠোঁটের কোণে মুচকি হাসির প্রলেপ।...
বিচ্ছেদের পর বিচ্ছেদ খেলাটা চূড়ান্ত রোমাঞ্চকর।
মিলনের শঙ্খটা যেন শুরু থেকেই দুর্বল।
তলিয়ে যেতে যেতেও ঠোঁটের কোণে মুচকি হাসির প্রলেপ।...
Friday, October 12, 2018
Monday, October 8, 2018
মুখোশ
হজবরল ভাবনা গুলো অদ্ভত;
মগজে খিল এঁটে থাকা যায় কতক্ষন ?
উপেক্ষারও সময়সীমা থাকে কি?
ফে বু বন্ধুপ্রীতি মন্দ নয়
সেন্টিমেন্ট গুলো পকেটে পুরে ,যা ইচ্ছে তা করার উন্মাদনা,
আল্হাদে আঠারোখানা
বেয়াক্কেলে মনের খবর রাখে কে?
"না" কেন্দ্রিক
"হাঁ " কেন্দ্রিক
ক্যানভাসটাতে উটকো রং এর সমারোহ
ফর্মালিটির আদিখ্যেতাতে ভরপুর বন্ধুমহল
মুখোশ কি মনে? নাকি মুখে?
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

মগজে খিল এঁটে থাকা যায় কতক্ষন ?
উপেক্ষারও সময়সীমা থাকে কি?
ফে বু বন্ধুপ্রীতি মন্দ নয়
সেন্টিমেন্ট গুলো পকেটে পুরে ,যা ইচ্ছে তা করার উন্মাদনা,
আল্হাদে আঠারোখানা
বেয়াক্কেলে মনের খবর রাখে কে?
"না" কেন্দ্রিক
"হাঁ " কেন্দ্রিক
ক্যানভাসটাতে উটকো রং এর সমারোহ
ফর্মালিটির আদিখ্যেতাতে ভরপুর বন্ধুমহল
মুখোশ কি মনে? নাকি মুখে?
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Friday, October 5, 2018
বিচ্ছেদ
'বিচ্ছেদের পর বিচ্ছেদ খেলাটা চূড়ান্ত রোমাঞ্চকর।
মিলনের শঙ্খটা যেন শুরু থেকেই দুর্বল।
তলিয়ে যেতে যেতেও ঠোঁটের কোণে মুচকি হাসির প্রলেপ।'

'বিচ্ছেদের পর বিচ্ছেদ খেলাটা চূড়ান্ত রোমাঞ্চকর।
মিলনের শঙ্খটা যেন শুরু থেকেই দুর্বল।
তলিয়ে যেতে যেতেও ঠোঁটের কোণে মুচকি হাসির প্রলেপ।'
-----------------------------------------------------------------------
Thursday, September 6, 2018
নতুন অধ্যায়
যেন হৃদয় জুড়ে খাচ্ছে উঁই ;
এতো মেঘাচ্ছন্ন মুখ বড্ডো বিরক্তিকর
আমার শাঁকচুন্নি হাসির আওয়াজে
আরো বিরক্তি ছেয়ে গেলো যেন।
বলি, হলোটা কী ?
ক্ষতবিক্ষত?
গড়ে দিলে কে ? কি ভাবে?
বিষাদের, বিরক্তির ,অভিমানের ,দুঃখের আলপনা কখনো
হয় মনোরম।
ভালোবাসার মায়াপাশ কাটাও ;
ভুলচুকের কাহিনীগুলো বিসর্জন দেয়া যায়না?
ক্যারেক্টার এনালিসিস,মন এনালিসিস , মস্তিষ্কের
চিন্তার এনালিসিস
ঊফফ চরম অসহ্য
উত্তাল সুনামি।
ধ্যাৎ।
ক্ষত কে পরিত্যক্ত করো দক্ষতায়।
মনের বিষাক্ত অসুখ সোজাসাপটা ভাবনার কোলাকুলিতে
ভরিয়ে
ফোটাও পারিজাত।
কণামাত্র কোঁদল নয়
চোখে জ্বালা উঠুক ,বালিশ না ভেজে।
নিশ্চুপ থেকেই উঠে দাঁড়ালে,
অপছন্দের হলো আমার বাচালতা।
স্বপনের ঝড়, ছুঁড়ে ছেনে বিধস্ত তুমি ;
যেন পথটা গড়ে দিলে,
বাতলে দিলেই সা করে চলে যাবে, নতুন অধ্যায়ে ।
Tuesday, September 4, 2018
দিঘলের এক প্রেম
Friday, August 24, 2018
কবিতা / দিঘলের এক প্রেম / প্রজ্ঞা পারমিতা
বেজায় দিঘলের এক প্রেম
পেস্টিসাইডে চাপা দিয়েছিলো বুঝি
অহংকারে?
ঘৃণাতে ?
অভিমানে?
নাকি সুন্দর সাজানো অনন্য এক সংসারী পুরুষের তকমার লোভে?
হয়তোবা সমাজের চোখে মহান হতেই।
প্রেমের কাব্য খোশে পড়া।
হলুদ হয়ে যাওয়া পুরোনো প্রেমপত্র
ভাঁজে ভাঁজে নীল লাল কালি কী রাঙিয়ে দিলো মন ?
খুঁজে পেলে হৃদয় একটু মোচড় দিলো
গভীর গোপন কোনো ব্যাথা কি চিমটি কাটলো?
মুখ ঘুড়িয়ে চলে যাবার পরেও
জাবর কাটা থাকে ?
কথায় মুখর না হলেও
মুঠোফোনে অংকের সংখ্যা বাড়ানোর নিস্পৃহতা ,
মোহনবাঁশিটি বাজালেনা।
তাই কৌতূহলের গলাতেও ফাঁস।
ভুলে থাকার ভান ,ভুলতে পারা ,
আদপে ভুলে যাওয়া
ভুলে ভরা নয় কি?
তুমুলের করে চাওয়া যদি
পাওয়ার অভিলাষ নেই ;
তাগিদ নেই।
প্রেম মর্মান্তিক।
প্রেমের পথ ও পাঠ দুরূহ।
মিছে ভান ,মিছে অভিমান,
মিছে ক্ষোভ ,মিছে মোহ।
আমি নারী ,
নীড় নই। নীর ও নই।
জীবন শিখিয়েছে যাপন
ভুলতে চাইলে ভুলতে পারার দক্ষতা রাখি।
সুখের ঘরে মারিনা টোকা ,
লাজ লজ্জা মোহ অভিমান অহংকার
আজ সবটাই খেলো ,খেলা ও খোলা ।
Tuesday, June 19, 2018
ঋতু আন্দোলনে

মানবে কেন কালের বিভাজন?বিরোধ করবে আশ্বিন
অভদ্র হবেই ভাদ্র ,
কার্তিক অগ্রহায়ণ গুনছে প্রমদ।
পৌষ বলে পার্বনের আর নেই প্রয়োজন
মাঘ বলে শীত কে করবোনা বরণ।
ফাল্গুনী রঙ পাবে কোথা ,যদি এমন হয় ধারা ?
চৈত্র ভাবে আন্দোলনে কি কিছু হয় ?সব গোলমেলে করেধ্বংসের দিকে যায় এগিয়ে ।


Subscribe to:
Posts (Atom)
Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........
জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান
তুমি শুধু

তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..
