স্মৃতির স্তুপে বসে থাকি বেলা অবেলায়
রামধেনু রঙিন কত কথা চারপাশে ছুটে বেড়ায়।
ধরতে চাই, ছুঁতে চাই, উড়ে বেড়ানো মধুর স্মৃতি
পারিনা পারিনা পারিনা কিছুতেই পাইনা
আলিঙ্গনের লাগি হৃদয় করে আকুলি বিকুলি
স্পর্শের লাগি হাহাকার ;
আনন্দ মাঝেও দৃষ্টি হয় ঝাপসা ,
অনাবিল ধারা বয়ে চলে।
তারা ভেসে বেড়ায় অশ্রু স্রোতে ,
খেলে চলে অবিরাম
মনের অন্তঃপুরে।
স্মৃতির ভেলা নিয়ে বসে রই নির্বিকার ,নিশ্চুপ।
ভেতরে তোলপাড়।
রামধেনু রঙিন কত কথা চারপাশে ছুটে বেড়ায়।
ধরতে চাই, ছুঁতে চাই, উড়ে বেড়ানো মধুর স্মৃতি
পারিনা পারিনা পারিনা কিছুতেই পাইনা
আলিঙ্গনের লাগি হৃদয় করে আকুলি বিকুলি
স্পর্শের লাগি হাহাকার ;
আনন্দ মাঝেও দৃষ্টি হয় ঝাপসা ,
অনাবিল ধারা বয়ে চলে।
তারা ভেসে বেড়ায় অশ্রু স্রোতে ,
খেলে চলে অবিরাম
মনের অন্তঃপুরে।
স্মৃতির ভেলা নিয়ে বসে রই নির্বিকার ,নিশ্চুপ।
ভেতরে তোলপাড়।