Saturday, February 27, 2010

MATAL MON

Palasher nesha                                  

Shimuler nesha
Faguner nesha…
Gandho, borno,rang,rooper nesha!

nesha ki shudhui madak drabyatei hoyre?
sapto indriyo , sapto sur,sat pak
sabetei dheye uthte pare nesha----
shirar shakha-proshakha beye...
dhamonite jowar ene.


Bhalobashar neshateoto mora matal jakhon-takhon, jaha-taha.
Ke kahkon kare kare matal....
Tao ki jaye jana ?


suhke matal-dukhe matal
bedonate metal-sritir jale matal.

Madakatar arek nam ki palash naki shimul
Matal kara agun niye keno fire fire ashe Bashanto?

7 comments:

সুশান্ত কর said...

এই বসন্তে আপনার ব্লগকেও রাঙিয়ে উঠতে দেখে ভালো লাগছে

Md. Khalid Umar said...

এতোদিন কেন যে আমার চেখে পরেনি বুঝলাম না, হতে পারে বয়সের কারণে চোখের জ্যোতি কমে গেছে। এমনিতেও চোখে নানা রকম সমস্যা দেখা দিয়েছে।
যাই হোক, আপনাকেও স্মৃতি কণার Women's galaxy তে নিয়ে গেলাম।

Paramita pragya Bhowal said...

bhalo laglo khub---
chokher chalshe hoy hok--
moner chalshe jeno na ashe kakhono----

সুশান্ত কর said...

আরুন্ধতির লেখাটা নিয়ে সে জায়গাতে কেন মন্তব্য দেয়া গেল না আমি বুঝিনি। তাই এখানে করছি। আমি কিন্তু মোটেও তসলিমাকে পছন্দ করিনা। আর অরুন্ধতির আমি পুরোনো ফ্যান। আপনি যদি বাংলাদেশের ব্লগগুলো পড়েন, বিশেষ করে মুক্তমনা, তবে দেখবেন ওখানে মেয়েদের পক্ষ নিয়ে বলবার কাজ করবার, ধর্মান্ধতার বিরোধীতা করবার প্রচুর লোক আছে। তারা কেউ তসলিমার মতো দেশ ছাড়া হচ্ছে না। ঊনি হয়েছেন, কেননা উনি সেটা চাইছিলেন। অন্যথা ভারতের মতো বড়দেশ বা পশ্চিমীদের আদর পাওয়া যাচ্ছিলনা। উনি কি নিজের বিশ্বাসে কম মৌলবাদী? সাধারণ মানুষের সঙ্গে এই মহিলার কোনো যোগাযোগ নেই। এদেশে ওদেশে কোনো দেশে। কলকাতাতে থাকার সময়েও এই মহিলাকে কোনো পীড়িত মেটেদের মধ্যে গিয়ে কোনো কাজ করতে দেখা যায় নি। নিজের প্রথম উপন্যাসে বুকার এনে অরুন্ধতি নিজের জাত চিনিয়েছেন। ইচ্ছে করলেই তিনিও কোট কোটই টাকা শুধু ওমন উপ্ন্যাস লিখে উপার্জন ক্রতে পারতেন আর নোবেলের দৌড়েও নাম লেখাতে পারতেন। তা না করে তিনি গুরে বেড়ান্ এদেশের গাঁটে গঞ্জে বনে অরণ্যে। তিনি এলেখাটা দারুণ লিখেছেন। আমি বরং ঐ ব্লগ মডারেটরদের দৃষ্টিকে পক্ষপাত মূলক পাচ্ছি।

Md. Khalid Umar said...

নেশা জড়ান কবিতাটা বেশ! কিন্তু দিদি, কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। বাংলায় টাইপ করলে পড়তে কোথাও বাধে না, সাবলীল ভাবে এক নিঃশ্বাসে শেষ করা যায়। চেষ্টা করুন দিদি। অভ্র দিয়ে করুন, খুবই সহজ। আমার এই ব্লগে নীল নক্ষত্রে অভ্রর লিঙ্ক রেখে দিয়েছি, বাম পাশের বারে নিচের দিকে সহজেই পাবেন।

নীল নক্ষত্র (মোঃ খালিদ উমর) said...

ও দিদি,
একখান কথা কওয়ার জন্যে আবার আইলাম, কমু, না কি রাগ করবেন?আচ্ছা ঠিক আছে রাগ করলে কইরেন, আইলাম যহন কইয়াই যাই। ইংরাজি অক্ষর দিয়া লেহেন কেন? আপনাগ জন্যে আমাগো বিজ্ঞানিরা রাইত দিন কত কষ্ট কইরা অভ্র বানাইছে না!অভ্র দিয়া লেহেন, কত্ত সহজ, এই যেমনে ইংরাজি দিয়া লেহেন তেমনেই লেখবেন দেখবেন বাংলা হইয়া যাইব। যাদু! বুঝছেন দিদি, এক্কে বারে যাদুর মত কাম করে।
কই পাইবেন চিন্তা করতাছেন?কোন চিন্তা নাই! এই নীল নক্ষত্রেই পাইবেন। তার পরে আমার গেন্দা ভাই সুশান্ত কর আছে না, হের কাছেও পাইবেন।
তাইলে বকা ঝকা যাই করেন আইজ আর কিছু কমু না, যাইগা। আবার আর এক দিন আমুনে।

তমসো দীপ said...

Sushanta Kar, please comment after knowing the topic completely. What do you knwo about Taslima Nasreen, hmm? Do you know how she had been exiled and why she had been exiled? If you know, then please tell. I know everything, I will check if you really know anything. Don't play guess game. You are just a patriarchal monk, and you dislike Tasima Nasreen. I have no objection to that. But when you go to comment on hr without knowing anything, I must object.

Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger