ঈদুর দৌড়ের বাইরে জানিনা কোনো মন্ত্র .
প্রতিযোগিতাকে বানিয়ে পিতা,মায়ের চোখে শেষবয়সে মরিচিকা .
নেই মোদের চাহিদার শেষ,সারাক্ষণ পুঁজিবাদের আবেশ.
সদাই মগ্ন আমিত্যে,যবে থেকে মর্তে.
ভোগ-বিলাসী নানান উপকরণ,সবই বুঝি সবার খুউব প্রয়োজন .
যদি নাও লাগে কাজে,প্রতিবেশীর সাথে পাল্লা দেবে কিভাবে?
তার পেছনে ছুটে নিরন্তর,অকারণে কান্দে অন্তর.....
5 comments:
Eta bastob ...daruun lekha ta
ইচ্ছে থাকলে তাহলে উপায় হয়! বাংলা ব্লগের জগতে এবারে পারমিতাদিকে কে আটকায় দেখে নেব! অভিনন্দন!
বাস্তব ছাড়া যায়েনা বাঁচা .
কল্পনার ডানা মেলে
লালন-পালন করেছি যখন আশা-নিরাশা
সুখ দুঃখ ভালবাসা ......
সেতো ছিল আমার একান্ত একাত্ত নিজস্য খেলাঘর দোচালা .
পেছনে এসেছি ফেলে সেই কবে
মনেও আজ আর পরেনা এক্কেবারে.
জীবন ভুলিয়ে দিল ,বুঝিয়ে দিল,শিখিয়ে দিল ,গড়ে নিল মোরে
উপযোগী করে বাস্তবের
চেষ্টার কোনো বিকল্প নাই ,
সময় একটু নষ্ট হয়.....
সাব্বাস পারমিতা
করেছ ধন্য বাংলাকে,
কে রুধিবে তোমার এগিয়ে যাবার পথ?
বাংলা আমার তোমার মায়ের ভাষা
শুনেই যেন মিটে যে মনের যত আশা!!
এগিয়ে চল দিদি, আমি আছি তুমি আছ
আরো আছে কত, যত জনেরে তুমি যাচ।।
Post a Comment