Thursday, March 11, 2010

কিভাবে?

জীবনকে বানিয়েছি মোরা  যন্ত্র . 
ঈদুর দৌড়ের বাইরে জানিনা কোনো মন্ত্র .
প্রতিযোগিতাকে বানিয়ে পিতা,মায়ের চোখে শেষবয়সে মরিচিকা .
নেই মোদের চাহিদার শেষ,সারাক্ষণ পুঁজিবাদের আবেশ.
সদাই মগ্ন আমিত্যে,যবে থেকে মর্তে.
ভোগ-বিলাসী নানান উপকরণ,সবই বুঝি সবার খুউব প্রয়োজন .
যদি নাও লাগে কাজে,প্রতিবেশীর সাথে পাল্লা দেবে কিভাবে? 
তার পেছনে ছুটে নিরন্তর,অকারণে কান্দে অন্তর.....

5 comments:

Unknown said...

Eta bastob ...daruun lekha ta

সুশান্ত কর said...

ইচ্ছে থাকলে তাহলে উপায় হয়! বাংলা ব্লগের জগতে এবারে পারমিতাদিকে কে আটকায় দেখে নেব! অভিনন্দন!

Paramita pragya Bhowal said...

বাস্তব ছাড়া যায়েনা বাঁচা .
কল্পনার ডানা মেলে
লালন-পালন করেছি যখন আশা-নিরাশা
সুখ দুঃখ ভালবাসা ......
সেতো ছিল আমার একান্ত একাত্ত নিজস্য খেলাঘর দোচালা .
পেছনে এসেছি ফেলে সেই কবে
মনেও আজ আর পরেনা এক্কেবারে.
জীবন ভুলিয়ে দিল ,বুঝিয়ে দিল,শিখিয়ে দিল ,গড়ে নিল মোরে
উপযোগী করে বাস্তবের

Paramita pragya Bhowal said...

চেষ্টার কোনো বিকল্প নাই ,
সময় একটু নষ্ট হয়.....

নীল নক্ষত্র (মোঃ খালিদ উমর) said...

সাব্বাস পারমিতা
করেছ ধন্য বাংলাকে,
কে রুধিবে তোমার এগিয়ে যাবার পথ?
বাংলা আমার তোমার মায়ের ভাষা
শুনেই যেন মিটে যে মনের যত আশা!!
এগিয়ে চল দিদি, আমি আছি তুমি আছ
আরো আছে কত, যত জনেরে তুমি যাচ।।

Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger