মনের আঙিনাতে উঁকি মেরে যায়ে
সেই চোখ ,সেই দৃষ্টি , সেই চাউনি;
ছিল কত নিস্থাব্ধতা , নীরবতা, গভীরতা
আজ কোলাহল হয়ে ফিরে ফিরে আসে .....
পিছুটান করি অবজ্ঞা স্বজ্ঞানে ,
তবু সেই দ্বন্দ , ধমনী ধেয়ে চলে ক্রমাগত.
নীবিড় প্রানের গোপন চিলেকোঠার ঘরে
নীবিড় প্রানের গোপন চিলেকোঠার ঘরে
বন্দী রাখি কঠোর দমনে .
মনের আঙিনাতে তবুও উঁকি মেরে যায়ে ......
বিচলিত না হবার মুখোশ পড়েও
কোলাহল শুনি ............
2 comments:
বানান ভ্লুল কেন? 'দ্বন্দ্ব' আর 'মুখোশ পরে' হবে! বাংলার ক্লাস ভালোই এগুচ্ছে দেখছি! দারুণ! চালিয়ে যান!
বাহ! বেশ এগুচ্ছে। বিনে স্বদেশি ভাষা মিটে মনের আশা?
Post a Comment