Thursday, April 29, 2010

আপোস

যন্ত্রনা গুলো কিলবিল  করে 
দুরান্ত বেগে ধেয়ে ওঠে সর্বাঙ্গে ,
আমি আমার ব্যর্থতা কে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে দেখি ,
আলতো হাত  বোলাই  ;
নীরবে আপোস করি 
জীবন বোধ - শিক্ষা ,অভিজ্ঞাতা সব দগ্ধ হয় অবিরত ;
বোঝা না বোঝার হিসেব, সব বিছিন্ন বোঝা হয়ে মুখোমুখি দাড়ায়ে এসে .
গ্রাস করে নেয়,
নীরবে আপোস করি 

Tuesday, April 20, 2010

ভালবাসা




ভালবাসা হলো মুসলমানের মুরগি পোষা ;অনেক আদর যত্নের পর হালাল করা ;
ভালবাসা হলো মানুষ দ্বারা প্রতিনিয়ত ধর্ষণ হওয়া একটি  শব্দ; সবসময় সন্দেহ আর দ্বন্দ ;
ভালবাসা হলো কল্পনার গরু গাছে উঠিয়ে নাচানো ;নীল গাছে চড়ে বেগুনি আকাশ দেখানো .
ভালবাসা হলো মাঝ সমুদ্রে আগ্নেয়গিরি ;বর্তমানে থেকে অতীত আর ভবিসত খুঁজি .
ভালবাসা হলো  শব্দের জাগলেরি ; আহা বলিহারী!!

ভালবাসা হলো হিন্দুর পাঁঠা বলী--- নিজেকে বিলিয়ে শুন্য হয়ে বাঁচবি খালি !
ভালবাসা হলো মিথ্যে অহংকার , তোমার আমার সবার সর্বনাশ ;
পারলে কোরো মাপ  , আমি এমনিতেই  কূপকাত!!!

Friday, April 16, 2010

হেথা হোথা ঘোরা ফেরা


দীর্ঘদিন দেখা হয়নি আমার সাথে            
আবার  গিয়েছিলাম হারিয়ে দূরে বহু দুরে 
অজানা প্রান্তরে.
মাথা ঠেকিয়ে হেথা হোথা
কোয়েনা নদীর বুকে ভেসে বেড়ালাম কিছুটা !
সুর্পনখার নাসিকা কেটে ফেলল যেথা লক্ষণ 
নাসিক হলো তার নামকরণ .  
পঞ্চবটি তে গুহার ভেতর লুকিয়ে ছিলেন  সীতা  যেথা
রামচন্দ্রের  পর্ণকুটীরের বিপরীতে পাঁচটি  বট বৃক্ষতে  ঘেরা 
আদি গোদাবরী  আর কপিলের  সঙ্গমে স্নানে  শাপ মুক্ত হয় সবাই 
শুনে এক আজলা জল তুলে সর্বাঙ্গে ছেটাই,
দ্রুত পুন্যের আশায়ে;
ত্রম্বকেস্বর মন্দির পৌছে গেলাম কি করে কী জানি?
দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম পীঠস্থান নাকি !
আড্ডা রত এক পুরোহিত হটাত এসে দেখালো পীরিত. 
একা নারী ঘুরি ফিরি যেথা সেথা ,
মনে বলি ,এসে কোনো লাভ নেই বাবা !
নিস্বার্থ ভাবে বিধি মাফিক উচ্চারণ করে মন্ত্র 
আমার পুজো করলো সমাপন হয়ে এক যন্ত্র . 

Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger