দুরান্ত বেগে ধেয়ে ওঠে সর্বাঙ্গে ,
আমি আমার ব্যর্থতা কে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে দেখি ,
আলতো হাত বোলাই ;
নীরবে আপোস করি
জীবন বোধ - শিক্ষা ,অভিজ্ঞাতা সব দগ্ধ হয় অবিরত ;
বোঝা না বোঝার হিসেব, সব বিছিন্ন বোঝা হয়ে মুখোমুখি দাড়ায়ে এসে .
নীরবে আপোস করি
1 comment:
আপনার মুখের হাসি আর মনের ব্যথা দু'টো ভিন্ন পথে হাঁটে কী করে পারমিতাদি?
Post a Comment