Wednesday, July 16, 2014

AGUN


AGUN

June 26, 2014 at 7:09pm




Ami aguner kache ekmutho fulki bhikkhe cheyechilam
Ami shitalatar bodnam pelam
Ami Aagun hoteo chaite partam!!

Ami jole dagdho hote cheyechilam,
Ami pure aro pobitro hoye uthlam.

Ami amitto ke bisarjon diyechilam
Ami amake aro kache pelam.


আমি আগুনের কাছে একমুঠো ফুলকি ভিক্ষে চেয়েছিলাম।
আমি শীতলতার বদনাম পেলাম আমি আগুন হ'তেও চাইতে পারতাম!!
আমি জ্বলে দগ্ধ হ'তে চেয়েছিলাম, আমি পুড়ে আরও পবিত্র হয়ে উঠলাম।
আমি অমৃতকে বিসর্জন দিয়েছিলাম আমি আমাকে আরও কাছে পেলাম।

© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited.

Mounota ar Nirobota dui soi.....

Mounota ar Nirobota dui soi.....

December 10, 2013 at 2:50pm
Tumi bolle, kichu lekho.
Ami bollam, amito lekhika noi.

Tumi bolle, ekta choto kobita?
Ami bollam, kobi ar ami?

Tumi bolle , thik ache, ja mone ashe,
Ami bollam, Mon? seto ar nei; sei kabeito hariye gache!

Tumi bolle, Pran?
Ami bollam, Seto ache, kintu Jarjorito, Jirno ,bakruddho.


Tumi muchki heshe bolle, tabe mounotar bhasha tumi jano. Sekhabe?
Ami boli ek gal heshe.. Hay.kintu khub kathin.Parbeto?????

Tumi CHUP. Amio.

Alokbarshe , dagdhota,dinota, Molinata, Kuntha... sab periye...
Chalo, choli mora pathojatri....alor sandhane.

 
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited.

আমি আছি ভালো

আমি আছি ভালো July 16, 2014 at 2:22pm(30th June 2014 Pedong)


ঘুটঘুটে অন্ধকার
বিভিন্ন ধরনের পোকার  সংগীত সন্ধ্যার আসর ...।
সাথে  টিনের চালে বৃষ্টির ঝুমুর।
মাঝে  মাঝে মেঘের মাদল।
এক  কাপ কফি আর ল্যাম্পের একটু আলো...
আমি  আছি  ভালো...
পেদঅং  এতে
তুমিও থেকো  ভালো  শহরেতে ।




Ghut ghute andhokar
Bivinnyo dharoner pokar sangeet sandhyar ashor...
Sathe tiner chale bristir jhumur..
Majhe majhe megher madol.
Ek cup coffee ar lamp er ektu alo....
Ami achi bhalo...
Pedong ete
Tumio theko bhalo shahorete.

© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited.

Friday, March 7, 2014

Thursday, March 6, 2014

স্পর্শ

  স্পর্শ 

তোমাকে একবার ছুঁয়ে  ছিলাম ,

কোনো কিছু না ভেবেই। 
তোমার বাড়ানো হাতে হাত দিয়েছিলাম
তোমার বাড়ানো হাতে হাত দিয়েছিলাম।
কোনো তরঙ্গ প্রবাহিত হয়নি আমাতে

তবু মিছে ধারণা নিয়ে তুমি কষ্ট পেলে।

কিন্তু কেন?
স্পর্শের ভাষা কি জানা নেই তোমার ?
স্পর্শের বিভিন্ন সমাহার চিনতে শেখোনি তুমি?
কিন্তু কেন ?
সীমাহীন ভালোবাসার মধুরতা
অসীম প্রেমের মাদকতা
মাখামাখি হয়ে একাকার।
কিন্তু কেন ?

© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited.

অঙ্গীকার



উঠোনে শুকোতে দিয়েছি
সিক্ত বিক্ষিপ্ত সব অঙ্গীকার।

শীতের রোদ পেয়ে ,প্রাণ পায়ে যদি
ভুলে যাওয়া সব ভেজা প্রতিশ্রুতির পাহাড়।

চরম আসাতে বিছিয়ে দিয়েছি
আমার সুন্দর নির্মল পবিত্র উঠোনে।

প্রতীক্ষাতে প্রহর গুনি
কী ভীষণ উৎসাহে।

 March 6, 2014 at 3:31pm
 © Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited.

Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger