Wednesday, July 16, 2014

আমি আছি ভালো

আমি আছি ভালো July 16, 2014 at 2:22pm(30th June 2014 Pedong)


ঘুটঘুটে অন্ধকার
বিভিন্ন ধরনের পোকার  সংগীত সন্ধ্যার আসর ...।
সাথে  টিনের চালে বৃষ্টির ঝুমুর।
মাঝে  মাঝে মেঘের মাদল।
এক  কাপ কফি আর ল্যাম্পের একটু আলো...
আমি  আছি  ভালো...
পেদঅং  এতে
তুমিও থেকো  ভালো  শহরেতে ।




Ghut ghute andhokar
Bivinnyo dharoner pokar sangeet sandhyar ashor...
Sathe tiner chale bristir jhumur..
Majhe majhe megher madol.
Ek cup coffee ar lamp er ektu alo....
Ami achi bhalo...
Pedong ete
Tumio theko bhalo shahorete.

© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited.

Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger